Select Page

গোল্ডেন বাঁশ এ্যাওয়ার্ডস ২০১৪ !!!

গোল্ডেন বাঁশ এ্যাওয়ার্ডস ২০১৪ !!!

golden-bamboo-award-dhallywood

সিনেমায় ভাল পারফরম্যান্সের জন্য সারাবিশ্বে দেওয়া হয় বিশেষ সম্মাননা বা পুরষ্কার। কিন্তু ১৯৮১ সাল থেকে আমেরিকায় সবচেয়ে বাজে সিনেমাগুলোকে পুরষ্কার দেওয়া শুরু হয়। এই পুরষ্কারের উদ্দেশ্য হলো নিম্নমানের সিনেমা বানাতে নির্মাতাদের অনুৎসাহিত করা। হলিউডে দেওয়া এই পুরষ্কারের নাম Golden Raspberry Awards. এর দেখাদেখি ২০০৯ সালে ভারতে শুরু হয় Golden Kela Awards.

আমাদের দেশেওতো কত আজেবাজে ছবি নির্মিত হয়। তাই চিন্তা করলাম এই বছর থেকে আমরাও আমাদের দেশের সবচেয়ে বাজে সিনেমাগুলোকেও পুরস্কৃত (লজ্জিত) করবো। আমাদের ঢালিউডে এই পুরষ্কারের নাম দেওয়া হয়েছে Golden Baash Awards.

২০১৪ সালে যে সকল সিনেমা আমাদের বাঁশ দিয়েছে। সেসকল সিনেমাকে এই পুরষ্কার দেওয়া হবে। এই বছর সিনেমায় সবচেয়ে বাজে অবদানের জন্য নিম্নে উল্লেখিত ব্যক্তিবর্গ Golden Baash Awards পাবেন…

 

সম্পাদকের নোট: 

[poll id=”4″]

ক্যাটাগরি অভিনয় শিল্পী/কলাকুশলী সিনেমা
সবচেয়ে বাজে সিনেমা ভালোবাসার তাজমহল
সবচেয়ে বাজে পরিচালক আহসান উল্লাহ মনি ভালোবাসার তাজমহল
সবচেয়ে বাজে অভিনেতা ড্যানি সিডাক টাইম মেশিন
সবচেয়ে বাজে অভিনেত্রী পলি এক নম্বর আসামী
সবচেয়ে বাজে পার্শ্ব অভিনেতা লিটন হাশমী দাবাং
সবচেয়ে বাজে পার্শ্ব অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এক কাপ চা
সবচেয়ে বাজে নবাগত অভিনেতা যৌথভাবে হৃদয় চৌধুরী ও স্বাধীন প্রেম কি অপরাধ
সবচেয়ে বাজে নবাগত অভিনেত্রী সিমি আক্তার কলি মাই নেম ইজ সিমি
সবচেয়ে বাজে গান ললনা, গীতিকার: আহমেদ হুমায়ুন জানে না এ মন
সবচেয়ে বাজে নকল সিনেমা আব্দুল্লাহ জহির বাবু প্রেম করবো তোমার সাথে
সবচেয়ে হতাশাজনক সিনেমা সায়মন জাহান টাইম মেশিন
সবচেয়ে বাজে পর্দা জুটি ইমন ও বিন্দিয়া জান
সবচেয়ে বাজে নামের সিনেমাঃ নাম-বদনাম এ্যাওয়ার্ড দাবাং
সবচেয়ে বাজে ডায়লগ ডেলিভারিঃ দাত ভাঙ্গা এ্যাওয়ার্ড হীরা ও হেনা ভালোবাসার তাজমহল

ছবি: গোল্ডেন বাঁশ অ্যওয়ার্ডের কল্পিত লগো। ছবি উইকিপিডিয়া থেকে সংগৃহীত ও পরিবর্ধিত।


মন্তব্য করুন