Select Page

হারিয়ে যাচ্ছে সিনেমা হল ….

হারিয়ে যাচ্ছে সিনেমা হল ….

২

ঢাকার বাইরের চার বড় শহর চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও যশোরে আশঙ্কাজনকভাবে গত কয়েক বছরে কমেছে সিনেমাহলের সংখ্যা, কমেছে দর্শক। ভাল ছবি কম তৈরি হওয়া আর ঘরে বসেই সিনেমা দেখার অবারিত সুযোগের কারণে দর্শকরা হলে কম আসছেন বলে মনে করেন হল মালিকরা ।

একসময় চট্টগ্রামে ছোট-বড় মিলিয়ে ২৫টি সিনেমা হল থাকলেও এখন টিকে আছে মাত্র তিনটি। দর্শকের অভাবে বন্ধ হয়ে গেছে যশোরের ১৫টি সিনেমা হল। এখন টিকে থাকা ৬টিরও বন্ধপ্রায় দশা। নিম্নমানের ও অশ্লীল সিনেমার কারণে দর্শক কমেছে বলে মনে করেন অনেকে। সিনেমা ব্যবসায় ভাটার টান তাই রাজশাহীর ঐহিত্যবাহী সিনেমা অলোকা ভেঙে বহুতল ভবন তৈরি করছে মালিক। একই ভাগ্য বর্ণালী, কল্পনা ও লিলি সিনেমা হলেরও। বন্ধ হয়ে গেছে শহরের ৪ টি সিনেমা হল। টিকে আছে শুধু উপহার।

১একটি হলের বর্তমান চিত্র দেখুন … তাহলেই অনুমান করতে পারবেন সবকিছু। খুলনা শহরের এক সময়ের ঐতিহ্যবাহী সিনোমা হল উল্লাসিনী। বর্তমানে একটি গুদামঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। একসময়ের সরগরম সিনেমা হল উল্লাসিনী, ঝিনুক, লিবার্টি এখন অতীত। নগরীতে ৫ বছর আগেও সিনেমা হল ছিল ৩০টি, এখন নিবু নিবু হয়ে চলছে ৫টি।

মানুষের ভেতর বোধ জাগরন,বিনোদন আর শিল্প হিসেবে চলচ্চিত্র একটি শক্তিশালী মাধ্যম।আসুন আমরা সবাই মিলে একে রক্ষা করি . . . .


মন্তব্য করুন