দৃষ্টিতে চাষী নজরুল ইসলাম

1409670999_8‘রেডিও ভাই‘ নামের একটা টিভি নাটক হয়েছিল আমাদের বাড়িতে, খুব ছোটবেলায় তখন দেখেছিলাম চাষী নজরুল ইসলামকে। মেজাজী ডিরেক্টর, শুটিং এর সময় কোনরকম ডিস্টার্ব করলে কাউকে ছাড় দিতেন না। এরপর আমাদের বাড়িতে শুটিং হল নাটক ‘শিল্পী’। কাজী নজরুল ইসলামের দৌহিত্র সুবর্ণ কাজী সে নাটকে অভিনয় করেছিল এখনো মনে আছে। পরবর্তীতে মুক্তিযুদ্ধের অন্যতম সিনেমা ‘মেঘের পরে মেঘ’র প্রায় ৬০ ভাগ শুটিং হল আমাদের চিওড়া কাজী বাড়িতে। রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে ‘মেঘ এর পরে মেঘ’ মেইনস্ট্রীমে নির্মিত মুক্তিযুদ্ধের এক অন্যতম সিনেমা। Continue reading