আমাদের গল্পে আমাদের সিনেমা

একটা সিনেমা একটা সমাজের দর্পণ। কোন একটা দেশকে জানার সহজ উপায় হল সেই দেশের সিনেমা দেখা। কারন একটা সিনেমার মাঝেই দেখা যায় সেই দেশের লোকেশন, সংস্কৃতি, ধর্ম, জীবনধারা। আমি ইরানের বিখ্যাত পরিচালক মাজিদ মাজিদির একটা সিনেমা দেখেছিলাম বারান। সেই সিনেমায় দেখা যায় একটি মেয়ে ছেলে সেজে কাজ করে। কারন তার বাবা কর্মক্ষম ছিলনা। তাই বাধ্য মেয়েকে পাঠিয়েছিলেন কাজে। সেই মেয়ে বিল্ডিং  নির্মাণ কাজে যা একটা মেয়ের জন্য খুবই ঝুঁকিপূর্ণ ছিল। যাই হোক এই সিনেমার মাধ্যমে আমরা সেই দেশের সমাজ বাস্তবতাকে জানতে পেরেছি। একই ভাবে যদি আমরা যদি তামিল, তেলেগু, মালায়লাম কিংবা হিন্দি ভাষার ছবির দিকে তাকাই তাহলে খুব ভাল ভাবেই লক্ষ্য করতে পারবো যে একই দেশ হওয়া স্বত্তেও এক একটা ভাষার সিনেমা এক একটা জন গোষ্ঠীকে আমাদের কাছে পরিচয় করিয়ে দিচ্ছে। আবার যদি আমরা চীন,  কোরিয়ান কিংবা ইংরেজি ভাষার হলিউডের সিনেমা দেখি তাহলেও কিন্তু আমরা বিভিন্ন দেশ  ও তাদের সংস্কৃতির সাথে পরিচিত হব। Continue reading

চলচ্চিত্র ইন্ডাস্ট্রি পরিবর্তনে একজন সুপারস্টারের ভূমিকা

hero-the-superstar-shakib-apu-bobby-bangla-movie-8যখন একটা মুভি দেখার জন্য বসি, সবার আগে খুঁজি গল্পটি। যদি গল্পটি ভাল হয় যদি চিত্রনাট্য ভাল হয় আর যদি সংলাপগুলো ভাল তাহলে তো কোন কথাই নাই। বার বার দেখি। আমি সাধারণত মুভি দেখার ক্ষেত্রে কে অভিনয় করলো সেটা গুরুত্ব দেইনা। কিন্তু একটা ভাল চিত্রনাট্যের ছবিতে যদি পছন্দের কোন নায়ক নায়িকা থাকে তখন সেটা দেখার আনন্দটা অনেক গুনে বেড়ে যায়।

এই যে আমি ভাল গল্পের কথা বললাম। ভিন্ন ধরনের মুভির কথা বললাম সেটা কিন্তু আমার প্রিয় কোন নায়ক নায়িকার ছবিতে পাই যদি সেটা হলিউডের কোন নায়ক বা নায়িকা হয়। এখন যদি বলিউডের দিকে তাকাই তাহলে দেখা যাবে একমাত্র আমির খান ছাড়া অন্য কোন সুপারস্টার ভিন্ন ধরণের মুভি করেন না। যদি আমার প্রিয় নায়ক শাহরুখ খান হয়ে থাকে তাহলে আমি কিন্তু সেই ভিন্ন গল্পের কিংবা একেবারেই গতানুগতিক ধারার বাইরে চলে যাই তাহলে কিন্তু পাব না। আবার আমার প্রিয় নায়ক যদি সালমান খান হয় তাহলে আমি এক বজরাঙ্গি ভাইজান ছাড়া খুব একটা ভিন্ন গল্পের ছবিতে পাবনা। তবুও বলিউডের সুপারস্টার নায়কদের ছবি একটু হলেও ডিফারেন্ট হয়। কিন্তু যদি আমি সত্যিই খুব ভাল ও ভিন্ন ধরণের গল্পের ছবি দেখতে চাই তাহলে আমাকে দেখতে হবে সাধারন কোন নায়ক নায়িকার ছবি কিংবা ইরফান খান, নওয়াজদ্দিনের মত বিখ্যাত অভিনেতাদের ছবি।

Continue reading

বাংলাদেশি চলচ্চিত্র পরিবর্তনে একজন অভিনয় শিল্পীর সীমাবদ্ধতা

Bangladeshi Film Directionএকজন শিল্পীর সৃষ্টির পেছনে একজন সুরকারের অনেক অবদান। সুরকারের হৃদয় দিয়ে করা সব সুর উজার করে দিয়ে যখন একটি গান তৈরি করেন তখন সেটি সফলতা লাভ করতে পারে দুটি কারনে এক যাকে দিয়ে গানটি গাওয়ানো হচ্ছে সেই শিল্পী যদি সুরকারের অন্তর আত্নার সাথে মিশে গিয়ে যদি গানটি করতে পারে এবং সেই গানটি যদি শ্রোতাদের কাছে ভাল লাগে।

একজন পুতুলের কারিগর যখন মাটিকে পুতুলে রুপ দান করেন তখন তখন তিনি তার মনের মাধুরী মিশিয়ে সেটি তৈরি করেন। কারিগরের দক্ষতার উপর পুতুলের জনপ্রিয়তা নির্ভর করে। Continue reading

বাংলাদেশি চলচ্চিত্রঃকিছু প্রচলিত সমস্যা ও তার সহ্জ সমাধান

একটা খারাপ সিনেমাকে যদি ব্যবসায়িক স্বার্থে ভাল বলি। তাহলে আমার লেখা পড়ে কেউ সিনেমাটি দেখে খারাপ লাগে গালিটা কিন্ত আমাকেই আগে দিবে। পরিচালক প্রযোজককে পরে দিবে।

যদি ব্যবসায়িক স্বার্থে একটা সিনেমার সমালোচনা না করি তাহলে পরিচালক তার ভুল গুলো শুধরাতে পারবে না। সে মনে করবে যা বানাচ্ছি তাই তো খাচ্ছে। তাই সে ভুল গুলো রিপিট করবে। Continue reading