একটি আঞ্চলিক চলচ্চিত্র দর্শন : টেলিভিশন

টেলিভিশন ফারুকির চতুর্থ চলচ্চিত্র। প্রথমেই কাহিনি সংক্ষেপ বলে নেই। মিঠানীপুর গ্রামের চেয়ারম্যান (শাহীর হুদা রুমি) অত্যন্ত ধর্মপ্রাণ। প্রাণহীন ছবি ইসলাম এ হারাম বলে তার গ্রামে টেলিভিশন সম্পূর্ণ নিষিদ্ধ। তার ছেলে সোলাইমান (চঞ্চল চৌধুরী)।

গ্রামেই বাবার ব্যাবসা দেখাশুনা করে। মজনু (মোশাররফ করিম) সোলাইমানের চাকরি করে। সোলাইমানএর যাবতীয় কাজ সে করে থাকে। এমনকি সোলাইমানের মোটর সাইকেলও মজনু চালাই। মালয়েশিয়া প্রবাসীর কন্যা কহিনুর (তিশা)। Continue reading