বলাকা সিনেওয়ার্ল্ড

  • প্রতিষ্ঠা সাল: ১৯৬৪

ঢাকার প্রথম সারির হলগুলোর মধ্যে অন্যতম বলাকা সিনে ওয়ার্ল্ড। আধুনিক সুযোগ সুবিধা ও ভাল পরিবেশের জন্য সিনেমা আমোদীদের নিকট এই হলের যথেষ্ট আস্থা এবং গ্রহণযোগ্যতা রয়েছে। বলাকা’য় রয়েছে ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেম (DTS) ও Wide Silver Screen । মূলত বাংলা ছবি প্রদর্শন করা হলেও মাঝে মাঝে ইংরেজি সহ অন্যান্য ভাষার চলচ্চিত্রও প্রদর্শিত হয়ে থাকে। হলটি শীতাতপ নিয়ন্ত্রিত। এছাড়াও টয়লেট, পার্কিং ও নিরাপত্তা ব্যবস্থা এসব বিবেচনায় বলাকা দেশের প্রথম সারির হলগুলোর একটি।

বলাকা’য় সিটের ধরন ও টিকেটের দাম নিন্মরুপ:

ক্লাস এক্সিকিউটিভ স্পেশাল ইকোনমিক
টিকেটের দাম ১৫০ টাকা ১০০ টাকা ৬০ টাকা