← নদীজন

মন্তব্য করুন।

৩টি রিভিউ

  1. হিল্লা বিয়ের ৮ মিনিটের দৃশ্য কেটে দিয়ে সেন্সর বোর্ড জাত উদ্ধার করেছে। দেশে যেন এখনো হিল্লা বিয়ে হয় না।

  2. কাহিনী সংক্ষেপঃ- ছায়া আর তার ছোট ভাই চন্দ্রশীলা নদীতে মৃতপ্রায় অবস্থায় আইনুদ্দিনকে উদ্ধার করে। আইনুদ্দিন সুস্থ্য হয়ে তার জীবনের গল্প জানায়। সে ছিল একজন মাঝি। শামসিকে নিয়ে ছিল তার সুখের সংসার। একবার চক্রান্তের শিকার হয়ে সে গর্ববতী শামসিকে তালাক দিয়ে ফেলে। যার ফলে শামসির হিল্লা বিয়ে হয় এলাকার প্রভাবশালী লোক দাদাজানের সাথে। দাদাজান আইনুদ্দিনকে মেরে নদীতে ভাসিয়ে দেয়। আইনুদ্দিন কি পারবে তার শামসিকে ফিরে পেতে ???

রিভিউ লিখুন

আরও ছবি