← অনুক্রোশ

ট্রিভিয়া

  1. অনুক্রোশ চলচ্চিত্রে কোন নারী চরিত্র নেই।
  2. অনুক্রোশ শব্দটির অর্থ ক্ষমা, করুণা, দয়া। এ চলচ্চিত্রের মধ্য দিয়ে আত্মসচেতন পরিচালক গোলাম মোস্তফা শিমুল বলতে চান যুদ্ধাপরাধীরা যে বয়সেরই হোক, সাধু হোক, সন্ন্যাসি হোক, তাদের প্রতি কোন করুণা নয়।
  3. পরিচালক জানিয়েছেন, এ চলচ্চিত্রটির ধরণ নৃবৈজ্ঞানিক অনুসন্ধানমূলক। পুরো এশিয়াতেই এ ধরনের কাজ এবারই প্রথম।
  4. চলচ্চিত্রটিতে অভিনয় করতে গিয়ে মঞ্চের জাদরেল অভিনেতা জুয়েলকে নিতে হয়েছে ব্যাপক প্রস্তুতি। তিনি বলেন, 'শুটিংয়ের আগে ৭ মাস আমি চরিত্র নিয়ে ভেবেছি। চুল-দাঁড়ি রেখেছি। মেডিটেশন করেছি। বাংলাদেশসহ পৃথিবী ব্যাপী ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রত্যেক যুদ্ধশিশুর মনোজগত বোঝার চেষ্টা করেছি। তাদের অনুভব করেছি। এভাবেই আমি চরিত্রের সঙ্গে মিশে যেতে চেয়েছি। পেরেছি কিনা তার পরীক্ষা হবে পর্দায়।'
  5. নারী চরিত্র না থাকা প্রসঙ্গে পরিচালক বলেন, 'শুরুতে আমি দুটি নারী চরিত্রের কথা ভেবেছিলাম। সেখানে জয়া ও তিশার অভিনয় করার কথা ছিল। কিন্তু তিশাকে প্রস্তাব দিলে তিনি আগ্রহ দেখাননি। তাই জয়াকেও আর বিরক্ত করলাম না। বাধ্য হয়ে ওই চরিত্র দুটি বাদ দিয়েই কাজ শেষ করলাম।