← বসগিরি

ট্রিভিয়া

  1. এই ছবির মাধ্যমে শবনম বুবলি চিত্রনায়িকা হিসেবে চলচ্চিত্রের পর্দায় আত্মপ্রকাশ করেন। ছবিতে শাকিব খানের বিপরীতে অপু বিশ্বাসের অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি শরীর ফিট না থাকার কথা বলে সরে দাড়ান। সিনেমাটির জন্য শোনা যেতে থাকে মাহিয়া মাহি, পরীমণি ও নুসরাত ইমরোজ তিশার নাম। পশ্চিমবেঙ্গের নায়িকা কোয়েল মল্লিক ও শ্রাবন্তীর সঙ্গেও নির্মাতাদের কথাবার্তা চলছে-- এমন খবরও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত শবনম বুবলি চুক্তিবদ্ধ হন।
  2. ২০১৫ সালের মাঝামাঝিতে ‘বসগিরি’ ছবি নির্মাণের ঘোষণা দেন প্রযোজক টপি খান। তখন তিনি শামীম আহমেদ রনিকে পরিচালক হিসেবে ঘোষণা দিলেও মাঝখানে হঠাৎ করেই রনিকে সরিয়ে অন্য কাউকে দিয়ে ছবিটি নির্মাণ করবেন বলে জানান। অবশেষে প্রযোজক-পরিচালক দ্বন্দ্বের অবসান হলে রনিই বহাল থাকেন এই ছবির ‘ক্যাপ্টেন’ হিসেবে।