Select Page

‘অজ্ঞাতনামা’র মুক্তি ১৯ আগস্ট

‘অজ্ঞাতনামা’র মুক্তি ১৯ আগস্ট

unnamed

তৌকীর আহমেদের চতুর্থ সিনেমা ‘অজ্ঞাতনামা’ মুক্তি পাচ্ছে ১৯ আগস্ট। স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী, আনন্দ, পূরবী (ময়মনসিংহ), মনিহার (যশোর) ও মাধবী (মধুপুর) হলে দেখা যাবে সিনেমাটি।

জীবিকার সন্ধানে অবৈধভাবে বিদেশে পাড়ি দেওয়া শ্রমিক ও তাদের পরিবারের করুণ কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ‘অজ্ঞাতনামা’।

প্রধান ভূমিকায় দেখা যাবে মোশাররফ করিমকে, তার চরিত্রের নাম ফরহাদ। বিউটি চরিত্রে মোশাররফের বিপরীতে দেখা যাবে নিপুনকে। আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আবুল হায়াত, শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী সুজন, শহীদুজ্জামান সেলিম, শাহেদ শরীফ খান প্রমুখ। পরিচালনার পাশাপাশি সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন তৌকীর আহমেদ।

চলতি বছরের ১৭ মে ৬৯তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখায় প্রদর্শিত হয় ‘অজ্ঞাতনামা’। একই মাসে ইতালির গালফ অব নেপলস চলচ্চিত্র উৎসবে লাভ করে স্পেশাল মেনসন অ্যাওয়ার্ড।

তৌকীরের প্রথম চলচ্চিত্র ‘জয়যাত্রা’ মুক্তি পায় ২০০৪ সালে। এরপর নির্মাণ করেন ‘রূপকথার গল্প’ (২০০৬) ও ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭)। সম্প্রতি পঞ্চম চলচ্চিত্র ‘হালদা’ নিয়ে মাঠে নেমেছেন তিনি।


মন্তব্য করুন