Select Page

অস্কারে ‘অজ্ঞাতনামা’

অস্কারে ‘অজ্ঞাতনামা’

Oggatonama-the-unnamed-film-by-toukir-ahmed-with-mosharraf-karim-impress-telefilm posterঅস্কার প্রতিযোগিতায় বিদেশি ভাষার ছবি হিসেবে বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটি গতকাল রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায়।

অস্কারের জন্য ‘অজ্ঞাতনামা’ ছাড়াও জমা পড়েছিল মেহের আফরোজ শাওনের ‘কৃষ্ণপক্ষ’, রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’ ও সমন ধরের ‘দর্পণ বিসর্জন’।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাছাই কমিটির হাবিবুর রহমান খান, দেলোয়ার জাহান ঝন্টু, আবু মুসা দেবু, শামীম আখতার প্রমুখ।

নির্মাতা তৌকীর বলেন, ‘এটি আমার চতুর্থ চলচ্চিত্র। ছবির অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে সমস্ত কলাকুশলী চেষ্টা করেছেন তাঁদের সেরাটা দিতে। এখন পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে ছবিটি সফল হয়েছে। এখন অস্কারের পালা। আশা করছি এই ধারাবাহিকতা বজায় থাকবে।’

‘অজ্ঞাতনামা’য় অভিনয় করেছেন মোশাররফ করিম, নিপুণ, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, আবুল হায়াত প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।


মন্তব্য করুন