Select Page

অস্ট্রেলিয়া যাচ্ছে ছুঁয়ে দিলে মন

অস্ট্রেলিয়া যাচ্ছে ছুঁয়ে দিলে মন

Chhuye-Dile-Mon-reviewপরিচালক শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’ ছবির ট্রেলারেই বলা ছিল, ‘বাংলাদেশের চলচ্চিত্র আসছে বিশ্বব্যাপী।’ সে কথাটি সত্যি হল। দেশের গন্ডি ছাড়িয়ে ‘ছুঁয়ে দিলে মন’  পৌছে গেছে বিদেশে। প্রথমে যুক্তরাষ্ট্রে, এখন প্রদর্শিত হবে অস্ট্রেলিয়ায়।

মে মাসের শেষ সপ্তাহের দিকে ছবিটি সিডনিতে প্রদর্শন করা হবে।

অস্ট্রেলিয়ায় প্রদর্শন সম্পর্কে পরিচালক শিহাব শাহীন বলেন, ‘আমাদের স্লোগান ছিল ‘বাংলাদেশের চলচ্চিত্র আসছে বিশ্বব্যাপী’। ছবিটা পরিচালনা করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। কিন্তু বাংলা চলচ্চিত্রের এ দুর্দিনেও দর্শকরা প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখছে। এখন মনে হচ্ছে কষ্টটা স্বার্থক। আমার কাছে অনেক ভালো লাগছে। এছাড়া আমি খুবই আনন্দিত। আশা করছি, প্রবাসী দর্শকসহ বিশ্বের সব ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে যাবে এই ছবি।’

শিহাব শাহীনের পরিচালনায় ধ্বনি-চিত্র ও মনফড়িং প্রযোজিত ছবি ‘ছুঁয়ে দিলে মন’ গত ১০ এপ্রিল মুক্তি পায়। এ ছবিটিতে অভিনয় করেছেন আরেফিন শুভ, জাকিয়া বারী মম, ইরেশ যাকের, মিশা সওদাগর, নওশাবা, সুষমা, আনন্দ, আলীরাজ ছাড়াও আরও অনেকে। আগামী ৯ মে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বোম্বে থিয়েটার হলে ওই দিন বেলা সাড়ে তিনটার শোতে চলবে সিনেমাটি।


মন্তব্য করুন