Select Page

একইদিনে ২ গ্রান্ড রিলিজ (হল লিস্টসহ)

একইদিনে ২ গ্রান্ড রিলিজ (হল লিস্টসহ)

Untitled-2

সারাদেশে শুক্রবার মুক্তি পাচ্ছে আলোচিত ২ চলচ্চিত্র। ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীনের প্রথম চলচ্চিত্র‌ ‘ছুঁয়ে দিলে মন’ ও যুগল পরিচালক ইস্পাহানী আরিফ জাহানের কামব্যাক চলচ্চিত্র ‘গুণ্ডা দ্য টেররিস্ট’। ‌

৪৩ হলে মুক্তি পাচ্ছে ‘ছুঁয়ে দিলে মন’। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভজাকিয়া বারী মম

‘ছুঁয়ে দিলে মন’ সম্পর্কে আরেফিন শুভ বলেন, “আমি অ্যাকশন ছবি নিয়মিত করলেও রোমান্টিক ছবির প্রতি বিশেষ দুর্বলতা আছে। আমি এককথায় বলতে পারি অসাধারণ ভাল লাগার একটি গল্পের ছবি ‘ছুঁয়ে দিলে মন’। অনেক ছবিতে কাজ করেছি। অনেক সময় কাজ করে তৃপ্ত হতে পারি না। কিন্তু এ ছবিতে কাজ করে অভিনেতা হিসেবে আমি সন্তুষ্ট। আশা করছি ছবিটি বৈশাখে দর্শকের মন ছুঁয়ে যাবে।”

এ চলচ্চিত্রে আরো অভিনয় করেছেন ইরেশ যাকের, আলীরাজ, মিশা সওদাগর, মাহমুদুল ইসলাম মিঠু, সুষমা সরকার ও খালেকুজ্জামান।

হল লিস্টঃ

ঢাকার ভেতরঃ বলাকা, মধুমিতা, আনন্দ, সৈনিক ক্লাব, মুক্তি, জোনাকি, স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার।

ঢাকার বাইরেঃ গুলশান ( নাঃ গঞ্জ), ছায়াবাণী (ময়মনসিংহ), ঝংকর (পাচঁদনা), মতিমহল (ডেমরা), মর্ডাণ (দিনাজপুর), বনলতা (ফরিদপুর), ফাল্গুনি (গোবিন্দগঞ্জ), সেনা অডিটোরিয়াম (সাভার), শাপলা (রংপুর), শঙ্খ (খুলনা), চিতালি (খুলনা), ময়ূরী (বাঘাছরা), বলাকা (ঠাকুরগাঁও), হিরক (গোবিন্দগঞ্জ), পৃথিবী কমপ্লেক্স (জয়পুরহাট),  মধুমিতা (ভৈরব),  আনারকলি (টঙ্গী), কাকলী (শেরপুর), দুলাল (ফেনী), বর্ষা (জয়দেবপুর), মমতাজ (সিরাজগঞ্জ), রূপকথা (পাবনা), সোনিয়া (বগুড়া), বরবাসা (শান্তাহের), মাধবী (মধুপুর), প্রিয়া (ঝিনাইদহ), সাগরিকা (চালা/সিরাজগঞ্জ), তামান্না (সৈয়দপুর), উর্বশি (ফুলবাড়ি/দিনাজপুর),  পালকি (কুমিল্লা), মুন (মূকতাগাছা), পিরজমহল (পাগলা/ নাঃ গঞ্জ)

একশন-রোমান্টিক ঘরানার ছবি ‘গুন্ডা দ্য টেররিস্ট’ এ অভিনয় করেছেন হালের জনপ্রিয় জুটি বাপ্পিআঁচল। জুটি হিসেবে এটা তাদের চতুর্থ চলচ্চিত্র। এটি মুক্তি পাচ্ছে ৮৩ হলে।

২০০৭ সালে যুগল পরিচালক ইস্পাহানি আরিফ জাহান পরিচালনা করেছিলেন ‘এক বুক ভালোবাসা’। প্রায় ৮ বছর পর হাজির হলেন নতুন চলচ্চিত্র নিয়ে।

এ চলচ্চিত্র প্রসঙ্গে বাপ্পি বলেন, ‘এখানে আমাকে নতুন হিসেবে সকলে আবিষ্কার করবে। আমার গেট আপ এবং অভিনয়ে থাকবে নতুনত্ব। চ্যালেঞ্জিং চরিত্রটি দর্শকদের মুগ্ধ করবে। সবাইকে অনুরোধ করছি চলচ্চিত্রটি হলে গিয়ে দেখার জন্য।’

হল লিস্টঃ

ঢাকার ভেতরে: অভিসার, পূর্ণিমা, গীত, সনি, রাজমনি, চিত্রামহল, শ্যামলী, বি.জি.বি, পূরবী, এশিয়া, পুনম, আগমন।

ঢাকার বাইরে:  রাণীমহল (ডেমরা), চম্পাকলি (টংগী), মৌসুমী (সিরাজগঞ্জ), আলমাস (চট্টগ্রাম), অভিরুচি (বরিশাল), রূপসী (ভোলা),  রুমা (মুক্তাগাছা), ঝুমুর (জয়দেবপুর), নিউরজনীগন্ধা (চালা),  মনোয়ার (জামালপুর), তাজ (নওগাঁ), কানন (ফেনী) , হ্যাপি (লক্ষ্মীপুর), হিরামন (নেত্রকোণা), সাগর (কালিয়াকৈর), গৌরী (শাহজাদপুর), কেয়া (টাংগাইল), কল্লোল (মধুপুর), শাহিন (বল্লাবাজার), কানন (সাগরদিঘী), সুরভী (শিবচর), পান্না (মুক্তারপুর), নন্দিতা (সিলেট), সত্যবতী (শেরপুর), ঝংকার (পাঁচদোনা), পূরবী ‘ময়মনসিংহ’ নিউগুলশান ‘জিঞ্জিরা’ মনিহার (যশোর), নিউমেট্টো (নারায়নগঞ্জ), উপহার (রাজশাহী), চম্পাকলি (টংগী), চলন্তিকা (গোপালদী), মনিকা (শায়েস্তাগঞ্জ), ছন্দা (পটিয়া), রাজলক্ষ্মী (পাতারহাট), বর্ণালী (নোয়াপাড়া), বনানী (কুষ্টিয়া), সংগীতা (সাতক্ষীরা), চাঁদনী (রাণীশংকৈল), তিথী (গোবিন্দগঞ্জ), চিত্রাবাণী (গোপালগঞ্জ), নবীন (মানিকগঞ্জ), চন্দ্রিমা (শ্রীপুর), ফাল্গুনী (নাগরপুর), চাঁদমহল (কাঁচপুর), অন্তরা (মেলান্দহবাজার), তিতাস (পটুয়াখালী) কাজলী (মতলব), সংগীতা (খুলনা), মানষী (কিশোরগঞ্জ),সাধনা (রাজবাড়ী), লালমনি (লালমোহন), চিত্রমণি (বোরহানউদ্দিন), ঝংকার (বকশীগঞ্জ), ছবিঘর (ঝিনাইদাহ), অবসর (বিরামপুর), আলিম (খেপুপাড়া) আলিম (মঠবাড়িয়া), লিপি (গলাচিপা) মুন (হোমনা), তাজ (গাইবান্ধা), আলতা (সরিষাবাড়ী), রুমা (সরিষাবাড়ী), রুনা (চালাকচর), দর্শন (ভৈরব), মধুমতি (কুমিল্লা), পূর্ণিমা (কোম্পানীগঞ্জ), নবীনগর (নবীনগর), রাজ (কুলিয়ারচর), রেঁনাস (সখিপুর), ওয়েবসিনেপ্রেক্স (গৌরনদী)।

 


মন্তব্য করুন