Select Page

কেন যৌথ প্রযোজনায় আশিকুরের ‘না’?

কেন যৌথ প্রযোজনায় আশিকুরের ‘না’?

ashiqur-rahman

যৌথ প্রযোজনাকে ‘না’ বললেন নবীন নির্মাতা আশিকুর রহমান। তিনটি সিনেমা বানিয়ে আলোচিত এ পরিচালক সম্প্রতি এমন একটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এর বিস্তারিত কারণও জানিয়েছেন ফেসবুক স্ট্যাটাসে।

মুসাফির‘-খ্যাত আশিকুর বৃহস্পতিবার দিবাগত রাতে লেখেন—

কলকাতার প্রযোজক বললেন, ইনভেস্টমেন্ট হবে ৫০/৫০, হিরো আমাদের, হিরোইন আপনাদের, দুই জন্য ডিরেক্টর, একজন্ বাংলাদেশের-আরেক জন্ ইন্ডিয়ার, ক্রু ইন্ডিয়ান। অফার এ রাজি থাকলে, অতি দ্রুত কাজ শুরু করবো। আপনি কি বলেন? আমার সোজা উত্তর ছিল “না”। মাত্র গত সপ্তাহের ঘটনা। এই “না” বলার পিছনের গল্পটা খুব সিম্পল। আমার প্রোডাকশনে প্রায়ই একজন বয়স্ক লোক কাজ করেন। আমি যখন তার রাতের খাওয়া দেখি, নিজের কাছে অদ্ভুত এক অনুভূতি হয়, আল্লাহ আমাকে একদিনের জন্য সেই বয়স্ক লোকটির রিজিকের উসিলা করেছেন। এটা অনেক বড় দায়িত্ব। একটা ফিল্ম হলে, ৭০-১০০ জন্য লোকের ও তাদের পরিবারের ৪৫ দিনের রিজিকের দায়িত্বের উসিলা আমার কাঁধে আসে। আমি কখনই অল্প কিছু টাকায় নিজের লাভের জন্য এত মানুষের অধিকার নষ্ট করতে পারি না। যৌথ প্রযোজনা ও যৌথ প্রতারণা, এই রকম গুরু-গম্ভীর বিষয়ে মন্তব্য করার মতো যথেষ্ট অভিজ্ঞতা আমার হয়নি। কিন্তু আমি এতটুকু কঠিনভাবে ঠিক করে রেখেছি, যৌথ প্রযোজনা কখনো করলে, বাংলাদেশের ও বাংলাদেশের ক্রুদের পূর্ণ অধিকার ও সম্মান নিশ্চিত করেই কাজ করবো। না হলে দরকার নেই। আল্লাহর রহমত অনেক মানুষের ভালোবাসা ও সম্মান পেয়েছি। এই সম্মান ও ভালোবাসা নিয়েই বাকি জীবন কাটাতে চাই। আমার ভালোবাসা হলো চলচ্চিত্র, কিন্তু দেশকে বিক্রি করে সেই ভালোবাসা নিয়ে বেঁচে থাকার কোনো মানেই নেই।


১ টি মন্তব্য

মন্তব্য করুন