Select Page

কোথায় দেখবেন ‘ভুবন মাঝি’

কোথায় দেখবেন ‘ভুবন মাঝি’

সরকারি অনুদানের চলচ্চিত্র ‘ভুবন মাঝি’ মুক্তি পাচ্ছে শুক্রবার। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ফাখরুল আরেফিন খান পরিচালিত সিনেমাটি। এর গল্পে বর্তমানের দৃষ্টিতে মুক্তিযুদ্ধের সময়কে ফুটিয়ে তোলা হয়েছে।

‘ভুবন মাঝি’র প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় ও ঢাকার অপর্ণা ঘোষ। আরো আছেন কাজী নওশাবা আহমেদ, সুষমা সরকার, মাজনুন মিজান প্রমুখ। ছবিটিতে রয়েছে ছয়টি গান। সুর-সঙ্গীত পরিচালনা করেছেন কলকাতার দোহার ব্যান্ডের কালিকা প্রসাদ।

সিনেমাটি মুক্তি পাচ্ছে ১৫টি প্রেক্ষাগৃহে। দেখে নিন সে তালিকা—

ঢাকা : স্টার সিনেপ্লেক্স, শ্যামলী, মধুমতি ও ব্লকবাস্টার সিনেমাস। ঢাকার বাইরে : মডার্ন (দিনাজপুর), ছায়াবাণী (ময়মনসিংহ), কেয়া (টাঙ্গাইল), শঙ্খ (খুলনা), বনানী (কুষ্টিয়া), বলাকা (ঠাকুরগাঁও), সেনা অডিটরিয়াম (সাভার), নিউ মেট্টো (নারায়ণগঞ্জ), বর্ষা (জয়দেবপুর), রূপকথা (পাবনা) ও মধুমতি (ভৈরব)।


মন্তব্য করুন