Select Page

‘দেশা- দ্য লিডার’ কি মুক্তি পাচ্ছে?

‘দেশা- দ্য লিডার’ কি মুক্তি পাচ্ছে?

10395828_401122800037856_7826839685123974004_n

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সঙ্গে বড় ধরনের বিরোধে জড়িয়ে পড়েছে জাজ মাল্টিমিডিয়া। সমিতির এক সভার সম্প্রতি জাজ মাল্টিমিডিয়ার সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এ দিকে শুক্রবার মুক্তির কথা রয়েছে জাজের আলোচিত চলচ্চিত্র ‌‘দেশা- দ্য লিডার’।

সোমবার দ্য রিপোর্ট২৪.কমকে দেয়া এক সাক্ষাৎকারে জাজের স্বত্ত্বাধিকারী আবদুল আজিজ বলেন, ‘জাজের সব কাজ আগের ধারাবাহিকতাতেই চলছে ও চলবে। ২৬ ডিসেম্বর ‘দেশা দ্য লিডার’ মুক্তি পাচ্ছে।’

তিনি ওই সাক্ষাৎকারে সমিতির কিছু সদস্যোর বিরুদ্ধেও অভিযোগ আনেন। এমনকি ‘আদালতের নিষেধাজ্ঞা’র কোনো নোটিশ পাননি বলেও দাবি করেন।

ওই সভায় জাজের ডিজিটাল মেশিন ব্যবহার না করতে প্রদর্শকদের বলা হয়েছে। অন্যদিকে জাজ বলছে ‘দেশা’ মুক্তি পাবে। এ উপলক্ষে রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরায় এক সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়। ফলে দেশার মুক্তির বিষয়টি এখনও অস্পষ্ট। ‌

প্রসঙ্গত, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির উপদেষ্টা কমিটির রবিবারের সভার সিদ্ধান্তে বলা হয়, ‘যেহেতু মহামান্য হাইকোর্টের নির্দেশে প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সদস্যপদ স্থগিত করা হয়েছে, সেহেতু আদালতের প্রতি সম্মান প্রদর্শন করে আগামী ২২ ডিসেম্বর থেকে জাজ মাল্টিমিডিয়ার মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাজকে নামে-বেনামে চলচ্চিত্র নির্মাণ ও পরিবেশনা যেকোনো কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত খাকতে হবে।’


মন্তব্য করুন