Select Page

ফারুকী কেন সিনেমা নির্মাণ করেন?

ফারুকী কেন সিনেমা নির্মাণ করেন?

mostafa-sarwar-farooki

এ প্রশ্নের উত্তর মোস্তফা সরয়ার ফারুকীই ভালো দিতে পারেন। ১২ আগস্ট এক স্ট্যাটাসে তা জানানও এ নির্মাতা। সাথে তিনি ভক্তের পাঠানো চিঠির ছবিও শেয়ার করেন।

তাহলে পড়ে নিন সেই স্ট্যাটাস—

“ছবি কেন বানাই? এর উত্তরে বহুবার বলেছি ‘যখন কোনো গল্প, চরিত্র, বা আইডিয়া আমাকে যন্ত্রণা করতে থাকে তখন আমি ছবিটা বানাই নিষ্কৃতি পাওয়ার জন্য। ছবিটার মাধ্যমে আমার গায়ের জ্বর দর্শকের কাঁধে ট্রান্সফার করে বেঁচে যাই আমি!’

তাহলে দর্শকের ভালোবাসার ভূমিকা কি? ভূমিকা বিশাল। ভালবাসা পেলে শিশুর মতো আনন্দে উষ্ণ হই। এইরকম এক অদ্ভুত ভালোবাসা এসে হাজির সুদূর ফ্রান্স থেকে। সুইজারল্যান্ড থেকে ঘরে ফিরে হাতে পেলাম এক অ্যানালগ চিঠি।

চিনি না, জানি না এমন এক ফরাসী নারী এই অধমের ছবির প্রতি ভালোবাসা জানিয়ে আবদার করেছে সামান্য এক অটোগ্রাফ ।

ডিজিটাল জঞ্জালের যুগে এই অ্যানালগ ভালোবাসার তুলনা কোথা পাই?

Really don’t know what prompted her to send this analog love in this digital age! However one thing is for sure- analog digs deeper.”


মন্তব্য করুন