Select Page

বিশ্ব নাচাতে শুভ-তিশা

বিশ্ব নাচাতে শুভ-তিশা

shuvoo-tisha‘আমি বাংলার হিরো, কেনো মিছে বাজি ধর, কাঁপাবো টেকনাফ থেকে দিল্লি। দেব আজ চমকে, যাবে সব ধমকে। ফাটিয়ে দেব আজ দেখ তাকিয়ে। পড়ে গেছে হৈচৈ সারা বিশ্ব দেখে ওই শুভ এসেছে আজ তোদের নাচাতে।’ এমনটা বলছেন আরিফিন শুভ

নুসরাত ইমরোজ তিশাও কম যান না। তিনি বলছেন, ‌‘ডিসকো জুতো পায়ে-হালকা রোমান্স নিয়ে, বিটের তালে তালে দেব মাতিয়ে, আমার সুইট লুক-সবাই বলে গুড। নূরানী সুন্দরী যাব নাচিয়ে, নাচের তালে তালে-দোলে কোমর দোলে। ফাটিয়ে দেব আজ দেখ তাকিয়ে, পড়ে গেছে হৈ চৈ-সারা বিশ্ব দেখে ওই, তিশা এসেছে আজ তোদের নাচাতে।’

গানের লাইনগুলো আপনাদের পরিচিতি। অনন্য মামুনেরঅস্তিত্ব’ সিনেমার ফার্স্টলুকে শুনেছিলেন। এবার পুরোই এলো ভিডিওসহ। মঙ্গলবার রাতে গানটি প্রকাশ পায়। এ পর্যন্ত দেখা হয়েছে ৮ হাজারবারের বেশি।

সিনেমাটির প্রথম গান ‘আয়না বলনা’ ইউটিউবে প্রকাশ হয় ৭ জানুয়ারি। সেখানে রোমান্টিক অবতারে দেখা যায় শুভ-তিশাকে। এবার দেখা গেল ড্যান্স মুডে। গানটির শিরোনাম ‌‘আমি বাংলার হিরো’। মেহেদি হাসান লিমনের কথায় কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও লেমিস। সুর ও সঙ্গীতায়োজন করেছেন প্রীতম হাসান।

শুভ-তিশার জুটির প্রথম সিনেমা ‘অস্তিত্ব’। আরও অভিনয় করেছেন সুচরিতা, সুজাতা আজিম, নিঝুম রুবিনা ও ডন। শিগগিরই সেন্সর যাবে সিনেমাটি। মুক্তি পাবে চলতি বছরেই।


মন্তব্য করুন