Select Page

বৃহস্পতিবার শুরু ‘গহীন বালুচর’

বৃহস্পতিবার শুরু ‘গহীন বালুচর’

জনপ্রিয় নাট্যনির্মাতা বদরুল আনাম সৌদ পরিচালিত প্রথম চলচ্চিত্র ও সরকারি অনুদান পাওয়া ‘গহীন বালুচর’-এর যাত্রা শুরু হচ্ছে বৃহস্পতিবার। আগেরদিন ফেসবুক বার্তায় সিনেমা ইউনিটকে শুভেচ্ছা জানিয়েছেন সিনেমাটির অন্যতম অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা

এর আগে ১৭ ডিসেম্বর সন্ধ্যায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘গহীন বালুচর’ এর যাত্রা শুরু হয়। নাজিবা বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সুবর্ণা মুস্তাফা। এরপর বদরুল আনাম সৌদের বক্ত্যব্যের পরপরই চলচ্চিত্রটির নতুন তিনটি মুখ তানভীর, মুন এবং নীলাকে পরিচয় করিয়ে দেন সুবর্ণা মুস্তাফা। আরো অভিনয় করছেন রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা, আফরোজা বানু, ফজলুর রহমান বাবু, শাহাদাৎ হোসেন, বন্যা মির্জা ও রুনা খান। তাদের শুভেচ্ছা জানাতে এসেছিলেন একঝাঁক তারকা।

ঢাকার বাইরে টানা এক মাস ধরে চলবে সিনেমাটির শুটিং। গল্প প্রসঙ্গে প্রথম আলোকে সৌদ বলেন, ‘এটি একটি প্রেমের গল্প। চরকেন্দ্রিক গল্প। এ কারণে আমার দল বেশ কিছু চর ঘুরেছে। এর যেকোনো একটিতেই চলবে ‘গহীন বালুচর’-এর ক্যামেরা।’

‘গহীন বালুচর’ এর জন্য নির্বাচিত নীলা ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় ২০১৪ সালে দ্বিতীয় রানারআপ হন। মুন ও তানভীরকে ইতোমধ্যে নাটক ও বিজ্ঞাপনে দেখা গেছে। তাদের প্রস্তুতি প্রসঙ্গে সৌদ বলেন, ‘যদিও এঁরা তিনজন নতুন, তারপরও আমরা তিন মাস ধরে একটা গ্রুমিং করিয়ে আমাদের সিনেমার চরিত্রের উপযোগী করে তৈরি করে নিয়েছি। তারপর আমরা শুটিংয়ের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। নায়ক-নায়িকা সবাই নতুন, এটা একটা চ্যালেঞ্জ। আমি মনে করি, প্রতিটি নতুন প্রকল্প চালু হওয়া মানে নতুন একটা চ্যালেঞ্জ।’

চলচ্চিত্রটি সহপ্রযোজনা করছে ‘সাতকাহন’ ও ‘ফ্রেন্ডস মুভিজ’। চলচ্চিত্রের সংগীত পরিচালনায় আছেন ইমন সাহা।

মানবজমিন ও প্রথম আলো অবলম্বনে


মন্তব্য করুন