Select Page

মুক্তির অপেক্ষায় ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’

মুক্তির অপেক্ষায় ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’

nekabbar-bg20130707072825জনপ্রিয় কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে  ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’  ছবিটি পরিচালনা করেছেন মাসুদ পথিক।

মুক্তিযুদ্ধের কাহিনীভিত্তিক ছবিটিতে গ্রামীণ এক সহজ সরল পঙ্গু মুক্তিযোদ্ধার বঞ্চিত হওয়ার কাহিনী চিত্রায়িত হয়েছে।
সরকারি অনুদানপ্রাপ্ত ছবিটির শব্দ ও আবহসংগীতসহ সম্পাদনা শেষ হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের আনুষাঙ্গিক কাজ শেষে আগামী সপ্তাহেই সেন্সরবোর্ডে জমা দেয়া হবে।

চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশিদ, প্রবীর মিত্রসিমলা, জুয়েল, বাদল শহিদ, নির্মলেন্দু গুণ, অসীম সাহা, রানী সরকার, রেহানা জলি, তারেক মাহমুদ, শেখ শাহেদ, সৈয়দ জুবায়ের, ফারহানা সুচি, সোহেল বয়াতি ও পথশিশুদল ও গ্রামবাসী অন্যান্য।

আবহ সংগীত পরিচালনা ও শব্দ সম্পাদনার কাজ করেছেন ড. সাইম রানা।

চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ, মুশফিক লিটু, বেলাল খান, অসীম সাহা প্রমুখ। কণ্ঠ দিয়েছেন মমতাজ, বারী সিদ্দিকী, প্রিয়াংকা গোপ ও বেলাল খান। গান রচনায় নির্মলেন্দু গুণ, মাসুদ পথিক, অসীম সাহা, সাইম রানা প্রমুখ।

উল্লেখ, ইতিমধ্যে প্রকাশিত ছবিটির অডিও অ্যালবাম বেশ প্রশংসিত হয়েছে।

সুত্র: বাংলা নিউজ ২৪.কম


মন্তব্য করুন