Select Page

যে শর্তে সেন্সর পায় ‘রানা প্লাজা’

যে শর্তে সেন্সর পায় ‘রানা প্লাজা’

Rana-Plaza-3

রানা প্লাজা’ প্রদর্শনে এখন পর্যন্ত আর কোনো বাধা নেই। বেশ বাধা-বিপত্তি পেরিয়ে নজরুল ইসলাম খানের সিনেমাটি বড়পর্দা আলো করবে ১১‌‌ সেপ্টেম্বর। সে মোতাবেক প্রস্তুতিও নেয়া হচ্ছে।

‌‘রানা প্লাজার’ প্রধান দুটি চরিত্রে অভিনয় করছের পরী মনি (রেশমা) ও সাইমন সাদিক (টিটু)। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটিকে বেশ চড়াই-উৎরাই পার হয়ে আসতে হয়েছে। বার বার আদালতে যেতে হয়েছে। সেন্সর বোর্ডের দেয়া শর্তে অনেকগুলো দৃশ্য ও সংলাপ কাটতে হয়েছে। যে সব দৃশ্যের বিবরণ থেকে মনে হয় বোর্ড চায়নি একে বাস্তব ঘটনা আকারে প্রচার করা হয়।

11940247_1616829475257747_409529020_n

রেশমা চরিত্রে আলোচিত নায়িকা পরী মনি।

তারপর আদালতের স্থগিতাদেশের কারণে ৪ সেপ্টেম্বর মুক্তি পায়নি সিনেমাটি। এবার আপিল বিভাগে স্থগিতাদেশ খারিজ করার কারণে মুক্তি পাচ্ছে পরের সপ্তাহে। আসুন সেন্সর বোর্ড থেকে পাওয়া তথ্যানুসারে দেখে নিই কোন কোন শর্তে সিনেমাটি সেন্সর বোর্ডের চৌকাঠ পার হয়—

“কর্তনের বিবরণ

১. গার্মেন্টস কর্মীর উক্তি ‘আমার হাত কাইটা ছাড়াই দেন, ও ভাই আমাকে বাঁচান।’ (১ সেকেন্ড)
২. গার্মেন্টস কর্মীর উক্তি, ‘আমার হাতটা কাইটা বাইর করেন, ও ভাই আমাকে বাঁচান’। (১৮ সেকেন্ড)
৩. গার্মেন্টস কর্মীর উক্তি, ‘ও ভাই আমাকে বাঁচান, কে আছেন আমাকে বাঁচান’ (৬ সেকেন্ড)
৪. টিটুর মা টিটুর বাবাকে ‘বদমাইস’ বলে গালি দেয়। (৫ সেকেন্ড)।
৫. ‌‘তোরা খা, আমিও খাই’ শীর্ষক সংলাপ। (৫ সেকেন্ড)
৬. ‘ঐটা দেখাইয়া আমরা রেশমার সাথে মেলামেশা করব, ছবিও তুলব’ শীর্ষক সংলাপ। (৬ সেকেন্ড)
৭. টিটুর মায়ের চিৎকার সংক্রান্ত সংলাপ। (৪ সেকেন্ড)
৮. ম্যানেজার এক নারী শ্রমিককে ‘মালটা’ বলে উক্তি করে। (৩ সেকেন্ড)
৯. রানার নাম উচ্চারণ সংক্রান্ত সংলাপ। (২ সেকেন্ড)
১০. এক গার্মেন্টস শ্রমিকের পা কাটার দৃশ্য ও তার আত্মচিৎকার। (২ সেকেন্ড)
১১. পোশাক শ্রমিক শাহিনাকে উদ্ধারকালে ফায়ার সার্ভিস কর্মীদের কথপোকথনের দৃশ্য। (১০ সেকেন্ড)
১২. মিডিয়া কর্মীদের সামনে ফায়ার সার্ভিস কর্মীদের কথপোকথন। (৯ সেকেন্ড)
১৩. সম্মিলিত সামরিক হাসপাতাল, সাভারের সাইন বোর্ড দেখানোর দৃশ্য। (৩ সেকেন্ড)
১৪. মোবাইল ফোনে ভিডিও দেখানোর দৃশ্য। (৩ সেকেন্ড)

কর্তিত মোট চলমান দৃশ্য ১ মিনিট ১৭ সেকেন্ড।

উপরোক্ত কর্তিত দৃশ্য/সংলাপসহ নিম্নবর্ণিত দৃশ্য/সংলাপ কর্তন সাপেক্ষে সেন্সন সনদপত্র প্রদান করা হলো

১. ১৭ দিন পর রেশমাকে জীবিত উদ্ধারের দৃশ্য/সংলাপ কর্তন করতে হবে।
২. নিরাপত্তা বাহিনীর নাম ব্যবহার কর্তন করতে হবে।
৩. বাস্তব টেলিভিশন ফুটেজ কর্তন করতে হবে।
৪. আমরা কি খাট ভাঙ্গিনী… দৃশ্য/সংলাপ কর্তন করতে হবে। ”

৪ঠা সেপ্টেম্বর রানা প্লাজা মুক্তির দিন ধার্য ছিল। সেই মোতাবেক প্রচারণাও হয়েছিল। কিন্তু ২৪শে অগাস্ট হাইকোর্ট নিষেধাজ্ঞা দেবার পর অনেক জায়গা থেকেই ছবিটির পোস্টার সরিয়ে ফেলা হয়।

৪ঠা সেপ্টেম্বর রানা প্লাজা মুক্তির দিন ধার্য ছিল। সেই মোতাবেক প্রচারণাও হয়েছিল। কিন্তু ২৪ আগস্ট হাইকোর্ট নিষেধাজ্ঞা দেবার পর অনেক জায়গা থেকেই ছবিটির পোস্টার সরিয়ে ফেলা হয়। এবার মুক্তি পাচ্ছে ১১ সেপ্টেম্বর।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন আট তলা রানা প্লাজা ভেঙে পড়লে শিল্পক্ষেত্রে বিশ্বের অন্যতম ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ওই ঘটনায় নিহত হন এক হাজার ১৩৫ জন, আহত হন আরও হাজারখানেক শ্রমিক, যারা ওই ভবনের পাঁচটি পোশাক কারখানায় কাজ করতেন।

ধসের ১৭ দিনের মাথায় ১০ মে বিকালে ধ্বংসস্তূপের ভেতর থেকে রেশমা আক্তারকে জীবিত উদ্ধার করা হলে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়।

ওই বছরই রানা প্লাজা ধস ও রেশমাকে উদ্ধারের ঘটনা নিয়ে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেন পরিচালক নজরুল ইসলাম খান।

 


মন্তব্য করুন