Select Page

শুভযাত্রায় ‘ডুব’

শুভযাত্রায় ‘ডুব’

যাত্রা করল মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘ডুব’ বা ‘নো বেড অব রোজেস’। বলিউড অভিনেতা ইরফান খানের উপস্থিতিতে সিনেমাটির সরগরম মহরত হলো শুক্রবার সন্ধ্যায়। এতে উপস্থিতি ছিলেন যৌথ প্রযোজনার সিনেমাটির কলা-কুশলীরা।

ছবিটিতে মুখ্য চরিত্রের অভিনেতা ইরফান জানান, চুক্তিবদ্ধ না হয়ে উপায় ছিলো না! কারণ ফারুকীর ছবি দেখে মুগ্ধ হয়েছেন। বিশেষ করে ‘পিঁপড়াবিদ্যা’ দেখেই তার আগ্রহ জন্মেছে। ফারুকীর গল্প বলার ধরণ বেশি আকৃষ্ট করেছে তাকে। আরেকটি প্রশ্নের উত্তরে সেকথা বলতে ভুললেন না ইরফান। তার মতে, ‘প্রতিটি ছবিরই আলাদা ভাষা থাকে, নান্দনিকতা থাকে, শৈল্পিক গুণাবলি থাকে।’

সিনেমাটিতে বাংলায় কথা বলতে দেখা যাবে ‘পিকু’ অভিনেতাকে। এ প্রসঙ্গে বলেন, ‘বাংলা খুব কঠিন ভাষা। জানি এটা পুরোপুরি আয়ত্ত্বে আনতে পারবো না। তবু চেষ্টা করছি যতোটা শেখা যায়।’

অনুষ্ঠানে ফারুকী বলেন, ‘এ ছবিটা নিয়ে অনেকদিন ধরে গোপনে কাজ করছিলাম। স্ক্রিপ্ট যখন লিখছিলাম ইরফান খানের কথা ভাবনায় ছিলো। আগামী দেড় মাস কঠিন পরীক্ষা। আশা আছে ভালোভাবেই কাজটা শেষ করতে পারবো।’

doob-mohorot1

সংবাদকর্মীদের প্রশ্নোত্তর পর্বে ফারুকী আরও জানান, ছবি মুক্তির আগ পর্যন্ত কার কেমন চরিত্র কিংবা গল্পটা গোপন রাখার চেষ্টা করবেন। ভারতীয় অভিনেতা ও ভারতীয় প্রযোজকের সঙ্গে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বাংলাদেশ-ভারত ছবি আমদানি-রপ্তানির বিপক্ষে কখনও ছিলাম না। তবে তা হতে হবে সুনির্দিষ্ট নীতিমালা মেনে।’

ইরফান খানের সঙ্গে ছবিটিতে অভিনয় করবেন রোকেয়া প্রাচী, নুসরাত ইমরোজ তিশা ও পার্নো মিত্র।

‘ডুব’ নিয়ে উচ্ছ্বসিত তিশা বলেন, ‘এ ছবির চিত্রনাট্য খুবই সুন্দর। এমন চিত্রনাট্য তৈরির জন্য ফারুকীকে ধন্যবাদ। ইরফান খানকেও ধন্যবাদ এ ছবিতে যুক্ত হয়ে তার সঙ্গে কাজের সুযোগ দেওয়ার জন্য।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাজ মাল্টিমিডিয়ার স্বত্ত্বাধিকারী আব্দুল আজিজ ও কলকাতার এসকে মুভিজের অন্যতম অংশীদার হিমাংশু ধানুকা। ছবিটির মিউজিক পার্টনার লাইভ টেকনোলজিস।

বাংলানিউজ টুয়েন্টিফোর অবলম্বনে।


মন্তব্য করুন