Select Page

হাসপাতালে রানী সরকার

হাসপাতালে রানী সরকার

1_48465রবিবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রখ্যাত অভিনেত্রী রানী সরকার। ঢাকা মেডিকেল হাসপাতালের তিন তলায় ২ নম্বর কেবিনে তিনি আছেন। চিকিৎসকরা বলছেন, বার্ধক্য ছাড়াও পিত্তথলির পাথর এবং বাতজ্বরসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন এই অভিনেত্রী।

রানী সরকার নিঃস্ব অবস্থায় দীর্ঘদিন ধরে জীবনযাপন করছেন। প্রায় পাঁচ বছর ধরে গুরুতর অসুস্থ তিনি। ওষুধ কেনা তো দূরের কথা, প্রায় প্রতিদিনই উপোষ করতে হচ্ছে তাকে। মোহাম্মদপুরের নবদয় মোড়ের ছোট্ট একটি ভাড়া ঘরে থাকেন। তার সঙ্গে আছে মৃত ভাইয়ের দুটি মেয়ে। ওরা লেখাপড়া ও নিঃস্ব ফুপুকে দেখাশোনা করে। বড় মেয়েটি নবম শ্রেণীতে পড়ে। অর্থের অভাবে তাদেরও পড়ালেখা বন্ধের পথে।

রানী সরকার পঞ্চাশের দশকের শেষ ভাগে প্রথমে মঞ্চ, বেতার ও পরে টিভি এবং চলচ্চিত্রের অভিনয়ে যুক্ত হন। তার প্রথম অভিনীত চলচ্চিত্র ‘দূর হ্যায় সুখ কা গাঁও’। প্রায় চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। দুস্থ এ অভিনেত্রীকে সহযোগিতা করতে ০১৭৩৯৫১৫১৮১ এ নম্বরে যোগাযোগ করতে হবে।


মন্তব্য করুন