চাইনিজ

বাংলা চলচ্চিত্রে চাইনিজ নামে একজনকেই চিনে দর্শক। জনপ্রিয়তায় সম্ভবত জাম্বুর পরেই তার অবস্থান। প্রায় ত্রিশ বছর ধরে বাংলা চলচ্চিত্রে কাজ করছেন। গুন্ডাবাহিনীর নেতা কিংবা সদস্য হিসেবে মার দেয়া বা মার খাওয়াই তার অভিনয়। অবশ্য, স্টান্টম্যানই শুধু নয়, চলচ্চিত্রের ফাইট ডিরেক্টর হিসেবেই কাজ করছেন তিনি। 

চাইনিজের জন্ম রাঙ্গামাটিতে। সেখানে হাসানপুর ডিগ্রী কলেজ থেকে এইচ এস সি পাশ করে ঢাকার জগন্নাথ কলেজে থেকে রাস্ট্রবিজ্ঞানে অনার্স করেন তিনি। ১৯৮৪ সালের আগে থেকেই এফডিসি-তে যাতায়াত ছিল। ফাইটের প্রতি আগ্রহ ছিল। মার্শাল আর্ট শিখেছেন ওস্তাদ জাহাঙ্গীর আলমের কাছ থেকে। এছাড়া শিখেছেন উশু। উশুতে তার ওস্তাদ চীনের বিখ্যাত প্রশিক্ষক মা লি। প্রথমে স্টান্টম্যান হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন। পরবর্তীতে ধীরে ধীরে ফাইট ডিরেকশনের সাথে জড়িয়ে যান চাইনিজ। প্রায় সাতশ চলচ্চিত্রে কাজ করেছেন চাইনিজ।

চাইনিজের জন্ম ১৯৬৬ সালে।

সূত্র:
১. বাংলামেইল

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম জেসি চাকমা
ডাকনাম চাইনিজ
জন্মস্থান দেবাশীষনগর, কোতোয়ালী, রাঙ্গামাটি