আজাদ রহমান

আজাদ রহমান একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সুরকার, সঙ্গীত পরিচালক ও সঙ্গীতশিল্পী। তিনি দী থেকে বেগম, এপার ওপার, পাগলা রাজা, অনন্ত প্রেম, আমার সংসার, মায়ার সংসার, দস্যু বনহুর, ডুমুরের ফুল, মাসুদ রানা, রাতের পর দিনসহ প্রায় সাড়ে তিনশো ছবির সংগীত পরিচালনা করেছেন। তিনি ‘যাদুর বাঁশি’ ছবিতে তার কাজের জন্য সেরা সুরকার এবং ‘চাঁদাবাজ’ ছবিতে তার কাজের জন্য সেরা সঙ্গীত পরিচালক ও সেরা সঙ্গীতশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

রহমান চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ১৯৬৩ সালে কলকাতার ‘মিস প্রিয়ংবদা’ ছবি দিয়ে। বাংলাদেশের ছবিতে প্রথম সঙ্গীত পরিচালনা করেন বাবুল চৌধুরীর ‘আগন্তুক’ ছবিতে। এই ছবিতে খুরশিদ আলমকে ‘বন্দী পাখির মতো মনটা কেঁদে মরে’ গানটি বেশ জনপ্রিয়তা লাভ করে। স্বাধীন বাংলাদেশের চলচ্চিত্রে মাসুদ পারভেজ সোহেল রানার হাত ধরে ‘মাসুদ রানা’ ছবিতে প্রথম সঙ্গীত পরিচালনা করেন। এরপর মাসুদ পারভেজের ‘এপার ওপার’ ছবিতে সঙ্গীত পরিচালনার পাশাপাশি ‘ভালবাসার মূল্য কত’ গানটিতে কণ্ঠ দিয়ে শ্রোতাদের নিকট জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তী কালে সোহেল রানার ‘দস্যু বনহুর’ ও ‘গুনাহগার’ ছবি দুটোর সঙ্গীত পরিচালনার পাশাপাশি ‘ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়’, ‘লোকে আমায় কয় গুনাহগার’ গানগুলোতেও কণ্ঠ দিয়েছিলেন— এ গানগুলোও শ্রোতাপ্রিয়তা পেয়েছিলেন।

১৯৪৪ সালের ১ জানুয়ারি আজাদ রহমানের জন্ম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়। দেশভাগের পর পুরো পরিবার চলে আসেন ঢাকায়। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে খেয়ালের উপর স্নাতক সম্পন্ন করেন। তিনি ২০২০ সালের ১৬ মে মৃত্যুবরণ করেন।

 

ব্যক্তিগত তথ্যাবলি

জন্ম তারিখ জানুয়ারি ১, ১৯৪৪
মৃত্যু তারিখ মে ১৬, ২০২০
জন্মস্থান বর্ধমান জেলা, পশ্চিমবঙ্গ।