মাসুমা রহমান নাবিলা

নাবিলার প্রথম পরিচয় তিনি একজন উপস্থাপিকা। টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা ছাড়াও ক্রিকেটের আসরে উপস্থাপনা করে তিনি জনপ্রিয়। নাবিলার আরেকটি পরিচয় হল তিনি অভিনেত্রী। অমিতাভ রেজার প্রথম চলচ্চিত্র আয়নাবাজিতে নায়িকা হিসেবে তিনি অভিষিক্ত হন। 

নাবিলার উপস্থাপনার শুরু হয়েছিল বাংলাভিশনের এবং ক্লাসের বাইরেঅনুষ্ঠানের মাধ্যমে ২০০৬ সালে। এরপরে তিনি টেলিভিশনের বিভিন্ন ধরনের অনুষ্ঠানসহ আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ও টিটোয়েন্টি বিশ্বকাপ আসরের মতো বিশ্বমাতানো আসরগুলোতে তিনি উপস্থাপনা করেন। 

উপস্থাপনায় আসার আগে নাবিলা শার্প ব্লেডের একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে অভিনয় করেন। এছাড়া ফেয়ার অ্যান্ড লাভলী, বাংলালিংক থ্রি জি, আমিন জুয়েলার্সের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেন।

নাবিলার জন্ম সৌদি আরবের জেদ্দা শহরে। তার বাবা লুৎফর রহমান ছিলেন চাকরিজীবী। নাবিলা সেখানে ক্লাস নাইন পর্যন্ত জেদ্দায় ছিলেন। জেদ্দায় তার স্কুল ছিল বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ। পরবর্তীতে তিনি দেশে ফিরে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হই। পরবর্তীতে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর শেষ করেন।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম মাসুমা রহমান নাবিলা
ডাকনাম নাবিলা

কর্মপরিধি