রওশন আরা

রওশন আরা খ্যাতিমান চিত্রপরিচালক মহিউদ্দিনের ‘মাটির পাহাড়’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ১৯৫৯ সালে চলচ্চিত্রে আগমন করেন। তার অভিনীত অন্যান্য ছবি হল ‘যে নদী মরুপথে’, ‘সূর্যস্নান’, ‘নতুন সুর’, ‘নদী ও নারী’, ‘মেঘের অনেক রং’, ‘আমির ফকির’, ‘দরদীশত্রু’।

রওশন আরার জন্ম ১৯৪০ সালের ৩ আগস্ট পাবনা শহরে। দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। ছোট বেলায় পরিবারের সাথে রাজশাহীতে চলে যান। রাজশাহীতে পিএন গার্লস স্কুলে ভর্তি হন। এরপরে পারিবারের সাথে বগুড়া ও নড়াইলে থাকা কালে সেখানকার স্কুলেও পড়াশোনা করেন। আবার ১৯৫০ সালে পাবনায় ফিরে আসেন এবং ১৯৫৪ সালে পাবনা গার্লস স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। ১৯৫৬ সালে এ্যাডওয়ার্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকার মিটফোর্ড মেডিকেল কলেজে (বর্তমান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) ভর্তি হন এবং এমবিবিএস পাস করেন।

ডাঃ রওশন আরা ব্যক্তিজীবনে চিকিৎসক জহুরুল কামাল-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই চিকিৎসক দম্পতি নিঃসন্তান ছিলেন। তারা এক কন্যা দত্তক নেন, তার নাম ঋতি। রওশন আরা ২০১০ সালে ২৪ জুন ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর

কৃতজ্ঞতা: অনুপম হায়াৎ

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম রওশন আরা
জন্ম তারিখ আগস্ট ৩, ১৯৪০
মৃত্যু তারিখ জুন ২৪, ২০১০
জন্মস্থান পাবনা।