সুষমা সরকার

সুষমা সরকারের পরিচয় তিনি একজন অভিনেত্রী। নির্দিষ্ট কোন গন্ডিতে বাঁধা পড়েন নি, তাই নির্দিষ্ট কোন সংজ্ঞায় আটকাও পড়েন নি। অভিনেত্রী বলেই মঞ্চ-টিভি-চলচ্চিত্র-উপস্থাপনা সর্বক্ষেত্রেই তার বিচরণ। 

সুষমা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ব বিভাগের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাট চুকানোর আগেই মঞ্চে অভিনয় করে নিজেকে তৈরী করে নিয়েছেন। দেশ নাটক-এর সঙ্গে যুক্ত থেকে অভিনয় করেছেন ‘বিরসাকাব্য’, ‘নিত্যপুরাণ’, ‘জনমে জন্মান্তর’সহ বেশ কিছু মঞ্চ নাটক। ‘সাদা মেঘের বৃষ্টি’ ধারাবাহিকের মাধ্যমে যাত্রা শুরু করেন সুষমা।  ‘প্রজ্ঞা পারমিতা’, ‘বিজলি’, ‘ধন্যি মেয়ে’, ‘সোনার সুতো’, ‘যুবরাজ’ প্রভৃতি তার অভিনীত নাটক। বিজ্ঞাপনেও অভিনয় করেন সুষমা। নারী নির্যাতনের উপর নির্মিত একটি বিজ্ঞাপনের মডেল হয়ে আলোচনায় আসেন তিনি।

টিভি পর্দার পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেন সুষমা সরকার। তবে চলচ্চিত্রের নায়িকা হয়ে ওঠা হয় নি তার, এখনো অভিনেত্রী হিসেবেই অভিনয় করছেন। চলচ্চিত্রে নিয়মিত না হলেও চলচ্চিত্রে অভিনয় করে অবস্থান তৈরী করতে চান সুষমা।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম সুষমা সরকার
ডাকনাম সুষমা