← রান

ট্রিভিয়া

  1. মুহাম্মদ জাফর ইকবালের উপন্যাস 'ক্যাম্প' থেকে অনুপ্রাণিত হয়ে ভিন্ন গল্পের চলচ্চিত্র নির্মান কাজ শুরু হলে লেখকের পরামর্শক্রমে চলচ্চিত্রটির নাম পাল্টে 'রান' করা হয়।
  2. ছবির শ্যুটিং এর জন্য প্রয়োজন ছিল একটি স্কুল। কিন্তু কোথাও মনের মত স্কুল খুজে না পাওয়া ছবির শিল্পনির্দেশনার টিম একটি স্কুলই তৈরী করে নিয়েছে, শ্যূটিং হয়েছে সে স্কুলেই।
  3. রান চলচ্চিত্রের অভিনেতাদের প্রশিক্ষনের জন্য অভিনয় কর্মশালা করিয়েছেন রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মোস্তফার মত গুণী শিল্পীরা। ক্রিকেট প্রশিক্ষন দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়ার খালেদ মাহমুদ সুজন।