← পুত্র এখন পয়সাওয়ালা

ট্রিভিয়া

  1. ছবিটি প্রথমে ৩৫ মিমি ফরম্যাটে নির্মিত হলেও পরবর্তীতে মুক্তির আগে ডিজিটাল ফরম্যাটে স্থানান্তর করা হয়।
  2. ছবিটি মুক্তির তারিখ বারবার পেছানো হয়। প্রথমে ২০১৩ সালের ২৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। পরে ২০১৪ সালের ৪ এপ্রিল এবং ৯ মে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তি পায় নি।
  3. ‌এই ছবির মাধ্যমে ফারাহ রুমার চলচ্চিত্র যাত্রা শুরু হয়। একই সাথে গায়ক রবি চৌধুরী প্রথমবারের মত সম্পূর্ন সিনেমার সঙ্গীত পরিচালনা করেন।
  4. চিত্রনায়িকা ববিতা অভিনীত এটিই শেষ চলচ্চিত্র। মুক্তির প্রতিক্ষায় আর কোন চলচ্চিত্র নেই এবং কোন চলচ্চিত্রে তিনি কাজও করছেন না। সাইনিং করেও কিছু ছবি ফিরিয়ে দিয়েছেন, তাই এটিই ববিতার শেষ চলচ্চিত্র বলা যেতে পারে।