← রাজা ৪২০

মন্তব্য করুন।

৩টি রিভিউ

  1. একঘেয়েমি নায়ক শাকিব খান এখন অনেকটাই ব্যতিক্রম তাই রাজা৪২০ ও ব্যতিক্রম। একটি মৌলিক গল্পের ছবি।অভিনয় সম্পর্কে কিছু বলার নেই শাকিব খান তার অভিনয় শক্তি আবার দেখালেন।একটি অন্যরকম কমেডি ধাচেঁ ছবি বানিয়েছেন উত্তম আকাশ তিনি সব সময়ই অন্যরকম।ক্যরেক্টার গুলো বেশ রুচি সম্পন্ন অমিত হাসান বরাবর ফাটিয়েছেন, হল গরম রেখেছেন দেশের এক নম্বর জুটি শাকিব-অপু।সুপার কমেডি একটি ছবি, প্রতারক হলে কেমন হতে হয় সেটা যেন শাকিব খান সবাইকে বুঝিয়ে দিলেন। সাদেক বাচ্চুর অভিনয় শক্তি সবসময়ই আলাদা এখানেও ব্যতিক্রম নয়। বাদশাহ চরিত্রে ওমর সানীও কম যাননি।বাকিরাও দ্বারুন করেছে। সব মিলিয়ে একটি অসাধারন চলচ্চিত্র

  2. মৌলিক গল্পের একটি অসাধারণ ছবি হয়েছে।কিন্তু যদি বাজেটটা বেশি হতো এবং গানগুলো দর্শকপ্রিয়তা পেতো তবে এটি একটি ব্যাবসাসফল ব্লকবাষ্টার মুভি হবে এতে কোন ভূল নেই।

রিভিউ লিখুন

আরও ছবি