← তিতাস একটি নদীর নাম

ট্রিভিয়া

  1. ঋত্বিক চাইছিলেন ‘পদ্মা নদীর মাঝি’ নিয়ে ছবি করতে বাংলাদেশে এসে। চিত্রনাট্যও তৈরি ছিল। সে সময়ের তরুণ মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান যিনি ঋত্বিকের অনুগত একজন অনুরাগী, তিনিও চাইছিলেন তাঁর প্রযোজনায় ঋত্বিক বাংলাদেশে একটি ছবি করুন। তাঁর একটাই শর্ত, ছবির সকল অভিনয় শিল্পী ও কলাকুশলী হবেন বাংলাদেশের। ঋত্বিক সে শর্ত মেনে ঢাকা আসেন ‘পদ্মা নদীর মাঝি’ করার পরিকল্পনা নিয়ে। পরে ঘটনাচক্রে তাঁর হাতে পরে অদ্বৈত মল্লবর্মনের ‘তিতাস একটি নদীর নাম’। উপন্যাসটি তাঁকে এতটাই অভিভূত করে, তিনি তাৎক্ষণিকভাবে তাঁর পরিকল্পনা পরিবর্তন করে রাতারাতি তিতাসের চিত্রনাট্য রচনা করে ফেলেন। ঋত্বিকের কথায়, ‘পদ্মা ছেড়ে আমি তিতাসে চলে গেলাম’।
  2. তিতাস একটি নদীর নাম তৈরি হয় ১৯৭২ এর মার্চ থেকে ১৯৭৩ এর জুন পর্যন্ত সময়ে। ছবিটি কলকাতায় মুক্তি পায় ১৯৯১ সালের ১১ মে তারিখে।