Select Page

অনলাইনে ‘গেরিলা’, মামলার সিদ্ধান্ত

অনলাইনে ‘গেরিলা’, মামলার সিদ্ধান্ত

এবার প্রকাশ্যে অনলাইনে অবৈধ প্রচারের শিকার হলো নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ২০১১ সালে জাতীয় পুরস্কার পাওয়া ছবি ‘গেরিলা’। তাও আবার বঙ্গ বিডি নামের অতি পরিচিত স্ট্রিমিং সাইটে। এ নিয়ে দারুণ চটেছেন নির্মাতা। মামলা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

গুণী এ নাট্যব্যক্তিত্ব কালের কণ্ঠকে বলেন, ‘কিছুদিন আগে একটি অনুষ্ঠানে গিয়ে খবরটি জেনেছি। বিনা অনুমতিতে কী করে তারা ছবিটি প্রচার করার সাহস পেল! সরকারের পাশাপাশি ছবিটি প্রযোজনা করেছে আমার মেয়ে এশা ইউসুফ। সেও কিছু জানে না। আমি অনলাইনে গিয়ে দেখলাম, এখন পর্যন্ত ছয় লাখেরও বেশি মানুষ ছবিটি দেখেছেন। এমন অপকর্মের মাধ্যমে ওই পোর্টাল মোটা অঙ্কের টাকা কামিয়েছে। এর একটা বিহিত হওয়া দরকার। তাই মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। ’

‘গেরিলা’য় অভিনয় করেছেন জয়া আহসান, ফেরদৌস, শতাব্দী ওয়াদুদ ও এটিএম শামসুজ্জামান।


মন্তব্য করুন