Select Page

অবশেষে পর্দায় ‘এক রাস্তা’

অবশেষে পর্দায় ‘এক রাস্তা’

bobyবেশ কয়েকবার পিছিয়ে সর্বশেষ জানানো হয়, ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আসবে ববি অভিনীত ‌‘এক রাস্তা’ (ওয়ান ওয়ে)। এবার ঈদের মিছিলে যোগ দিতে না পারা ছবিটির মুক্তির তারিখ ঘোষণা দিলেন পরিচালক ইফতেখার চৌধুরী

২২ অক্টোবর ছবিটি প্রেক্ষাগৃহে আসবে ‘এক রাস্তা’।

ছবিটিতে ববির সঙ্গে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও বাপ্পী। গডফাদারের ভূমিকায় দীর্ঘদিন পর অভিনয় করেছেন ড্যানি সিডাক।

‘এক রাস্তা’ প্রসঙ্গে ববি যুগান্তরকে বলেন, ‘ঈদে ছবিটি মুক্তির কথা উঠলেও তখন বেশ কিছু কারণে মুক্তি দেয়া হয়নি। এবার এটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘ব্যতিক্রমী এ গল্পটি দর্শকদের মনের খোরাক জোগাবে বলেই আমার বিশ্বাস। আশা করি সবাই ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখবেন।’

অন্যদিকে আনিসুর রহমান মিলন বলেন, ‘ছবিটি মুক্তির কথা বলেও কয়েক দফা পিছিয়ে পড়ার নানা কারণ ছিল। এবার মুক্তির তারিখ চূড়ান্ত করা হয়েছে। আশা করি নির্ধারিত তারিখেই এবার ছবিটি নিয়ে দর্শকদের সামনে হাজির হব। এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই। শুধু এতটুকু বলব, ছবিটি দর্শকদের নিরাশ করবে না।’

সিনেমাটির চিত্রনাট্য করেছেন আব্দুল্লাহ জহির বাবু।

ইতোমধ্যে অনলাইনে প্রকাশিত সিনেমাটির কয়েকটি গান ও ট্রেলার প্রশংসিত হয়েছে। এর মাধ্যমে বছরখানেকের বেশি সময় পর পর্দায় ফিরছেন ববি ও ইফতেখার।


মন্তব্য করুন