Select Page

ইশতিয়াক জিকোকে ফেরাতে মানববন্ধন

ইশতিয়াক জিকোকে ফেরাতে মানববন্ধন

pathsala

‘৭২০ ডিগ্রি’ শর্টফিল্মের পরিচালক ইশতিয়াক জিকো ও তার টিমকে কৌশলে বাদ দেওয়া হয়েছে চলচ্চিত্র নির্মাণ কৌশল বিষয়ক প্রতিষ্ঠান থেকে। এমন অভিযোগ ২৭ মার্চ ছাত্ররা মানববন্ধন করেছেন।

ইশতিয়াক জিকো পাঠশালার সিনেমা ডিপার্টমেন্টের প্রধান। কিন্তু কোর্সের মাঝখানে তাকে এবং তার টিমকে হঠাৎ বাদ দেওয়ার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘রেসকিউ প্ল্যান’র নামে ওই বিভাগে মার্চের মাঝামাঝিতে নতুন প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। অথচ দায়িত্ব পালন করে আসা জিকো ও তার টিমকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি।

বর্তমানে নতুন নিয়োগপ্রাপ্তরা জিকোকে দায়িত্ব হস্তান্তরের চাপ দিচ্ছে। অথচ এ ঘটনা পাঠশালার এইচআর পলিসির সেকশন এইটের লঙ্ঘন করে বলে দাবি ছাত্রদের।

এ দিকে ২৭ মার্চ নতুন টিমের হাতে ফেসবুক পাতার দায়িত্বও দিয়েছেন পাঠশালার প্রতিষ্ঠাতা ড. শহীদুল আলম। এ অবস্থায় পুরো বিষয়টি পাঠশালার সিনেমা শিক্ষার্থীদের উপর খারাপ প্রভাব ফেলবে বলে আশংকা করা হচ্ছে।


মন্তব্য করুন