Select Page

এপ্রিলের প্রথম সপ্তাহে পাগলা দিওয়ানা

এপ্রিলের প্রথম সপ্তাহে পাগলা দিওয়ানা

Pagla Dewanaপুতুল কথাচিত্র প্রযোজিত ছবি জটিল প্রেম এর সাফল্যের পর পরিচালক ওয়াজেদ আলীসুমনের পরিচালনায় নতুন ছবি পাগলা দিওয়ানা ছবিটি আগামী ৩রা এপ্রিল মুক্তি পাচ্ছে।

এ উপলক্ষ্যে ২৪শে মার্চ, মঙ্গলবার সন্ধায় রাজধানীর নয়াপল্টনে অবস্থিত হোটেল ভিক্টোরিয়া’য় অনুষ্ঠিত হয়ে গেলে এক ‘প্রীতি সম্মেলন’। এতে উপস্থিত ছিলেন ছবিটির পরিচালক, প্রযোজক, নায়ক-নায়িকাসহ চলচ্চিত্রাঙ্গনের বিশিষ্টজনেরা।

‘পাগলা দিওয়ানা’ ছবিটিতে অভিনয় করেছেন শাহরিয়াজ, পরীমণি, অমৃতা, সবুজ, মিশা সওদাগর, রুবেল সহ আরো অনেকে। ছবিটি প্রযোজনা করেছেন মোঃ মিজানুর রহমান।

ছবিতে গান রয়েছে পাঁচটি। চল দুজন পাখি হব, চুপি চুপি বলে মন, লায়লা, মর্নিং এ গ্রামীণফোন এবং নেশা নেশাতে ভরা শিরোনামে গানগুলি লিখেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল ও সুদীপ কুমার দীপ। সুর ও সঙ্গীতায়োজন করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক আহমেদ হুমায়ূন।

এই ছবিতে সংগীত পরিচালক আহমেদ হুমায়ূন নিজেই একটি গান গেয়েছেন। তার সাথে কণ্ঠ দিয়েছেন মিমি। ছবির অন্যান্য গানগুলোতে কণ্ঠ দিয়েছেন নিলা, নোবেল, তৌসিফ, খেয়া, পুলক, হেমা, রুপম ও সিথি।


১ টি মন্তব্য

  1. when will these wajid ali suman types of directer stop copying Indian films & start making original films? Porimoni is damn pretty, so I wanted to watch her film but after watching the promo I got that this film is frame to frame copy of Telegu film Bujjigadu which was relased in 2008 with Prabhas plays the hero and Trisha Krishnanplayes the heroine.
    That Telegu film has been shown in various channels dubbed in hindi as Deewar-Man of Power.

মন্তব্য করুন