Select Page

ছয় মাস পর পপি

ছয় মাস পর পপি

২৯ মে মুক্তি পেতে যাচ্ছে ‘দুই বেয়াইয়ের কীর্তি’। প্রয়াত আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় এ সিনেমায় অভিনয় করেছেন পপি। তার নায়ক হিসেবে আছেন ফেরদৌস

এ সিনেমা প্রসঙ্গে পপি বাংলামেইলকে বলেন, ‘এ ছবিতে আমার একটি ছেলে থাকে যে ছোটবেলা থেকে বিভিন্ন ফার্স্টফুড জাতীয় খাবার খাওয়ার ফলে তার ডায়বেটিকস হয়। এরপর বিভিন্ন ঘটনার আবর্তে ঘটতে থাকে বিভিন্ন কাহিনী। এছাড়া ফার্স্টফুড বা যে ধরনের খাবার খেলে মানুষের ডায়বেটিকস হয় তাসহ এ সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে ছবিতে।’

অভিনেতা ও নির্মাতা আবদুল্লাহ আল মামুন ২০০৭ সালে ‘দুই বেয়াইয়ের কীর্তি’ ছবিটির শুটিং শুরু করেছিলেন। কিন্তু ছবির শুটিং শেষ করার আগেই ২০০৮ সালে মারা যান এই নির্মাতা।

ছবিতে দুই বেয়াইয়ের চরিত্রে অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান ও আবদুল্লাহ আল মামুন। আরও আছেন ফেরদৌসী মজুমদার, মীর সাব্বির, তুষার খান ও অধ্যাপক একে আজাদ খানসহ আরও অনেকে। সংগীত পরিচালনা করেছেন আলী আকবর রুপু। প্রযোজনা করেছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি।

পপি অভিনীত সর্বশেষ সিনেমা ‘চার অক্ষরের ভালোবাসা’। এটি মুক্তি পায় ২০১৪ সালের ২৮ নভেম্বর


মন্তব্য করুন