Select Page

পুলিশের ভাবমূর্তি তৈরিতে ‘ঢাকা অ্যাটাক’

পুলিশের ভাবমূর্তি তৈরিতে ‘ঢাকা অ্যাটাক’

dhaka attack 1

সিনেমায় পুলিশকে নেতিবাচকভাবে দেখানো যাবে না এমন নির্দেশনা এসেছে বছর খানেক আগে। এবার পুলিশের ভাবমূর্তি তৈরিতে নির্মিত হচ্ছে সিনেমা। তাতে অভিনয় করছেন প্রথম সারির তারকারা।

কেক কেটে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হোটেল সোনারগাঁওয়ের বলরুমে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ‘ঢাকা অ্যাটাক’ নামের সিনেমাটির মহরত ঘোষণা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘পুলিশের ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে বিশেষায়িত এরকম চলচ্চিত্র নিয়মিত হওয়া উচিত।’

dhaka attack 2

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার সানী ছানোয়ারের গল্প ও চিত্রনাট্যে নির্মিতব্য ছবিটির হাল ধরছেন ছোটপর্দার পরিচিত নির্মাতা দীপঙ্কর দীপন। এটি তার প্রথম সিনেমা।

‌‘ঢাকা অ্যাটাক’র প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন মাহিয়া মাহিআরিফিন শুভ। আরো আছেন এবিএম সুমন, নওশাবা ও শতাব্দী ওয়াদুদ।


মন্তব্য করুন