Select Page

প্রতারণা মামলায় পপির পাল্টা অভিযোগ

প্রতারণা মামলায় পপির পাল্টা অভিযোগ

পারিশ্রমিক নিয়ে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভীন পপি কাজ করেননি— এমন অভিযোগে যুক্তরাষ্ট্রপ্রবাসী পরিচালক ও প্রযোজক জসীম উদ্দিন মামলা করেন। ৪০৬/৪২০ ধারায় মামলাটি হয়েছে গত বছরের ২২ ডিসেম্বর। এবার সংবাদমাধ্যমে পাল্টা অভিযোগ করলেন এ নায়িকা।

প্রযোজক অভিযোগে জানানো হয়, পপি গত বছর ‘দ্য আমেরিকান ড্রিম’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হন। কিন্তু পরে কাজ করেননি। অভিযোগে বলা হয়েছে, চিত্রনায়িকা পপি দ্য আমেরিকান ড্রিম ছবিতে অভিনয়ের জন্য ২০১৫ সালের ১ অক্টোবর চুক্তিবদ্ধ হয়ে দুই লাখ টাকা অগ্রিম সম্মানী গ্রহণ করেন। কিন্তু ছবিটির শুটিংয়ের শিডিউল চেয়ে বারবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি এবং যোগাযোগও করেননি। সম্মানীর অর্থ ফেরত চেয়ে পপিকে উকিল নোটিশ পাঠানো হলে টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান।

এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় পপি প্রথম আলোকে বলেন, ‘আমি অলরেডি ২০০ সিনেমায় অভিনয় করেছি। কখনো এমন অভিযোগ কেউ করেনি। এটা আমাকে অবাক করেছে! কী ঘটনা আপনারা তা বোঝেনই তো।’

কথা প্রসঙ্গে প্রযোজকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন পপি। বললেন, ‘শুটিংয়ের শুরুতে নায়ক নেওয়ার কথা ছিল একজন, পরে শুনলাম প্রযোজকই নায়ক হতে চান! যে সময় শুটিং শুরু করার কথা, সে সময়টাও মানা হয়নি। আমাদেরও তো ব্যস্ততা থাকে। অন্য সময় চাইলে তো শিডিউল দেওয়া সম্ভব না।’

এই ছবিতে এখন কাজ করবেন কি করবেন না?— এমন প্রশ্নে বলেন, ‘দেখা যাক, যদি গল্প ঠিক করে তাহলে ভেবে দেখব। হয়তো কাজ করতেও পারি। দ্য আমেরিকান ড্রিম ছবির পরিচালক অপেশাদার আচরণ করেছেন। তার আচরণেও সমস্যা। আমার কাছে নানা আবদারও করেছেন। শুটিংয়ের আগমুহূর্তে জানতে পারি, তিনি চলচ্চিত্র সমিতির সদস্য নন।’

পপি আরো জানান, মামলা হয়েছে তিনি জানতেন না।


মন্তব্য করুন