Select Page

প্রসেনজিতের বিতর্কিত স্ট্যাটাস, ক্ষমাপ্রার্থনা

প্রসেনজিতের বিতর্কিত স্ট্যাটাস, ক্ষমাপ্রার্থনা

Prosenjitপশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ তার ফেসবুক ভেরিফায়েড পেইজ থেকে ‘বাঘের কিন্তু জাত আলাদা হয়, বেড়ালকে ভুল করে বাঘ না ভাবাই ভাল’ স্ট্যাটাস দেয়ার পর বাংলাদেশে তুমুল সমালোচিত হন। চলমান বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত, ফেসবুক স্ট্যাটাসটি তাই বাংলাদেশের প্রতি ইঙ্গিতমূলক ধারনায় নিন্দা ও সমালোচনার ঝড় উঠে। ফলশ্রুতিতে স্ট্যাটাসটি মুছে ফেলা হয় এবং ক্ষমা প্রার্থনা করেন প্রসেনজিৎ।

প্রসেনজিৎ তার দেয়া স্ট্যাটাসের ব্যাখ্যা জানিয়ে বলেছেন, প্রায় বিশ বছর পূর্বের এক সিনেমার ডায়লগ এটি। কাউকে কটাক্ষ করার উদ্দেশ্যে তিনি এ সংলাপটি দেন নি। প্রথম আলো তার সাথে যোগাযোগের বরাত দিয়ে জানিয়েছে, ‘‘আমি মোটেও বাংলাদেশকে কটাক্ষ করিনি। ফেসবুকের এই স্ট্যাটাসের সঙ্গে ক্রিকেট বা বাংলাদেশ ক্রিকেট দলের কোনো সম্পর্কই নেই। স্ট্যাটাসটি দেওয়া হয়েছে আমার একটি ছবির সংলাপ ব্যবহার করে।’

প্রসেনজিৎ আরও জানান, ‘আমি ওই স্ট্যাটাস দিয়ে কাউকে আঘাত করতে চাইনি। এটা আমার মনের মধ্যেও ছিল না। এর পরও যদি আমার এই স্ট্যাটাস বাংলাদেশে আমার কোনো ভাইকে বিন্দুমাত্রও আঘাত দিয়ে থাকে, সেটার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। জোর দিয়ে সবাইকে বলতে চাই, আমার ওই স্ট্যাটাসের সঙ্গে খেলার কোনো সম্পর্ক নেই। প্রতি বৃহস্পতিবারে আমার ফেসবুক পেজে চলচ্চিত্রের সংলাপ দিয়ে এ ধরনের একটি সংলাপ দেওয়া হয়। যা আমার ফেসবুক পেজে গেলে সবাই টের পাবেন। এবারের স্ট্যাটাসও সেরকমই কিছু। এটাকে পুরোপুরি ভুল বুঝেছেন সবাই।’

প্রায় ত্রিশ বছরের সিনেমা ক্যারিয়ার প্রসেনজিতের। এই পুরো সময়টা তিনি বিতর্ক এড়িয়ে চলেছেন বলে জানান। বিশ্বকাপে বাংলাদেশ দল ভালো খেলছে বলে একজন বাঙালি হিসেবে তার ভালোলাগার কথা জানিয়ে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা জানান।


১ টি মন্তব্য

  1. Nezam Uddin

    দাদাকে ধন্যবাদ, নিজের জাত চেনানোর জন্য। আমরা বাংলাদেশীরা সাধারণত শত্রুমিত্র সহজে চিনতে পারি না।

মন্তব্য করুন