Select Page

বিমান থেকে নেমে যা বললেন ইরফান

বিমান থেকে নেমে যা বললেন ইরফান

irfan-khan-doob

মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ (নো বেড অব রোজেস) সিনেমার শুটিংয়ে যোগ দিতে বুধবার ঢাকায় পৌঁছেছেন বলিউড অভিনেতা ইরফান খান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। প্রথম আলোর সৌজন্যে তা তুলে ধরা হলো—

ছবির কাজ শুরু করতে এখনো অনেক সময় বাকী। একটু আগেই চলে এসেছেন মনে হয়?

ছবির কাজেই এসেছি। সংস্কৃতি জানাটাকেই প্রাধান্য দিতে চাই। এটা ছবির পূর্বপ্রস্তুতি।

এ প্রকল্পে সম্পৃক্ত হলেন কেন?

না করে উপায় ছিল না। পরিচালকের ছবিগুলো দেখে ভালোই লেগেছে।

বাংলাদেশের ছবিতে আপনার অভিনয় করাটাই প্রায় অপ্রত্যাশিত ছিল। সেখানে সহ-প্রযোজক হিসেবেও আপনাকে পাওয়া যাচ্ছে-কেন আগ্রহী হলেন বলবেন?

এটা একেবারেই ভালো লাগার ব্যাপার। ইচ্ছে হলো, যুক্ত হলাম।

বাংলাদেশের ছবি দেখেছেন?

ফারুকীর ছবিগুলোর মাধ্যমেই বাংলাদেশের ছবি সম্পর্কে ধারণা পাই।

মোস্তফা সরয়ার ফারুকীর কোন ছবিটা দেখেছেন?

‘পিঁপড়াবিদ্যা’, ‘থার্ড পারসন সিংগুলার নাম্বার’ ও ‘টেলিভিশন’ দেখেছি। তার কাজ ভালো লেগেছে।

স্পিলবার্গের মতো পরিচালকের ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়ে বাংলাদেশের ছবিতে কেন?

স্পিলবার্গের ছবি ফিরিয়ে দেইনি। আসলে সময় ও সুযোগ মেলেনি। এটা আমার দুর্ভাগ্য। অন্যদিকে ফারুকী এ প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার ব্যাপারে আমাকে রাজী করিয়েছেন। তাই কাজ করছি। এমনকি প্রযোজনাও।

ছবিতে যিনি আপনার নায়িকা হচ্ছেন, তাঁর কাজ দেখেছেন? আপনাদের জুটি কেমন হবে বলে মনে হয়?

দেখেছি। অভিনয় তো এখনো করিনি। সেটা অভিনয় করার পর বুঝতে পারব।


মন্তব্য করুন