Select Page

‘মনপুরা’ এখনো সেলিমের জন্য চ্যালেঞ্জ

‘মনপুরা’ এখনো সেলিমের জন্য চ্যালেঞ্জ

gias-uddin-selim

“আসলে ‘মনপুরা’র দর্শক গ্রহণযোগ্যতা এতোটা ভালো ছিল যে, পরবর্তী চলচ্চিত্রটি আমার জন্য চ্যালেঞ্জের। কারণ হয়তো অনেকেই মনপুরা ভালোলাগার পর আগ্রহ থেকে আমার এই ছবিটি দেখতে আসবেন। কিন্তু যখন তারা ভালো কিছু পাবেন না তখন আমার প্রতি আস্থাটা আর থাকবে না।” ‘নতুন সিনেমা নিয়ে মাঠে নামতে দেরি হওয়া প্রসঙ্গে এমনটা বললেন গিয়াসউদ্দিন সেলিম

বর্তমানে তিনি দ্বিতীয় সিনেমা ‘স্বপ্নজাল’ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সেলিম ইত্তেফাককে আরও বলেন, ‘আর বাজেটের সমস্যাটা বড় ছিল। ভালো বাজেট ছাড়া ভালো ছবি নির্মাণ করা সম্ভব না। আমার এই ছবিটির জন্য বড় একটি বাজেটের দরকার ছিল। সেটির জন্যই অপেক্ষায় ছিলাম। বাজেটের জায়গাটা ছাড়া দিলে এতোদিনে আরও ছবি করতে পারতাম।’

‘স্বপ্নজাল’ প্রসঙ্গে বলেন, ‘প্রথম লটের কাজ শেষ করে ফিরলাম। চাঁদপুরে আমরা প্রথম লটের কাজ করি। এখন শুটিং বিরতি চলছে। কিছুদিনের মধ্যেই কলকাতায় দ্বিতীয় লটের শুটিংয়ের জন্য যাবো। গল্পের প্রয়োজনেই সেখানে শুটিং করতে হচ্ছে।’

তিনি জানান প্রথম সিনেমা থেকে ভিন্ন কিছু দেখতে পারবেন দর্শক। সেলিমের মতে, “ভিন্ন প্রেমের গল্প তো অবশ্যই, কিন্তু ‘মনপুরা’র মতো নয়। কারণ ‘মনপুরা’র যে দর্শক জনপ্রিয়তা রয়েছে তা ‘মনপুরা’র জন্যই। ‘স্বপ্নজাল’ হবে ভিন্নরকমের। যদিও এটিও প্রেমের গল্প। তবে ভিন্নতা রয়েছে অনেক।”


মন্তব্য করুন