Select Page

লাল মোরগ খুঁজছেন আতিক

লাল মোরগ খুঁজছেন আতিক

atiq-pডুব সাঁতার’খ্যাত নূরুল আলম আতিক নতুন সিনেমার জন্য সরকারি অনুদান পেয়েছেন। সিনেমাটির নাম ‘লাল মোরগের ঝুঁটিতে’। মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত ছবিটির চিত্রনাট্যও লিখেছেন তিনি। মূল গল্পের ভাবনা নাসির উদ্দীন ইউসুফের। আর সিনেমার জন্য লাগবে ‘ঝুঁটিওয়ালা লাল ফাইটার মোরগ’।

অবশ্য সিনেমার নামই বলে দেয় এমন একটা মোরগ লাগবেই।

এ প্রসঙ্গে আতিক প্রথম আলোকে বলেন, ‘এই সিনেমায় কারা অভিনয় করবেন, সেটি এখনো ঠিক করা হয়নি। তবে একটি ঝুঁটিওয়ালা লাল ফাইটার মোরগ থাকবে। তাকে দিয়েই শুরু করেছি। গল্পটি খুবই সুন্দর। এই সিনেমায় মুক্তিযুদ্ধকে একেবারেই অন্যভাবে তুলে ধরা হবে।’

‘ডুব সাঁতার’র পর বিরতি প্রসঙ্গে বলেন, ‘ডুব সাঁতার-এর পর একরকম হতাশায় ডুবে গিয়েছিলাম। নিজ উদ্যোগে ঢাকার বাইরে দেখানো শুরু করেছিলাম ছবিটি। তখনো ডিজিটাল প্রজেকশন পদ্ধতি চালু হয়নি বলে ভীষণ ঝামেলা পোহাতে হয়েছিল।’

চিত্রনাট্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও মেরিল–প্রথম আলো সমালোচক পুরস্কারপ্রাপ্ত নুরুল আলম আতিক বলেন, ‘সিনেমা বানানোর খরচটা এখন অনেক। সরকারি অনুদানের টাকায় এই সিনেমা শেষ করা যাবে না। এটি শেষ করতে অনুদানের থেকে চার গুণ বেশি অর্থ ব্যয় হবে। তাই ভালো প্রযোজকও খুঁজছি। ভালো ছবি নির্মাণে অনেকেই এগিয়ে আসতে চান। আশা করছি, এই ছবির জন্য একাধিক ভালো প্রযোজক পাওয়া যাবে।’


মন্তব্য করুন