Select Page

সরকারি অনুদানে ৬ সিনেমা

সরকারি অনুদানে ৬ সিনেমা

award-14008

সরকার ২০১৪-১৫ অর্থবছরে ৬টি চলচ্চিত্রকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নির্মাতাদের জানানো হয়।

অনুদান পাওয়া সিনেমাগুলো হল— মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’, এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতী কথা’, মাসুদ পথিকের ‘মায়া’, ফাখরুল আরেফীনের ‘ভুবন মাঝি’, শামীম আখতারের ‘রিনা ব্রাউন’ ও নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’। ২০১৪-১৫ অর্থবছরে নির্বাচিত পরিচালকদের মধ্যে মাসুদ পথিক আগেও সরকারি অনুদানে চলচ্চিত্র নির্মাণ করেছেন। ২০১৩ সালে নির্মিত প্রশংসিত চলচ্চিত্রটি হল ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’।

অনুদান হিসেবে প্রতিটি সিনেমাকে দেওয়া হবে নগদ ৩৫ লাখ টাকা ও বিএফডিসির ১০ লাখ টাকার কারিগরি সহায়তা। নির্বাচিত চলচ্চিত্রগুলো ২০১৫ সালের মধ্যে সম্পন্ন করতে হবে।

নির্বাচক কমিটির সদস্যদের মধ্যে ছিলেন মোরশেদুল ইসলাম, সাজেদুল আওয়াল, জাকির হোসেন রাজু, মামুনুর রশীদ, নাসির উদ্দিন ইউসুফ প্রমুখ।


মন্তব্য করুন