Select Page

৬ প্রেক্ষাগৃহে উড়ছে ‘শঙ্খচিল’

৬ প্রেক্ষাগৃহে উড়ছে ‘শঙ্খচিল’

shankchilনির্মাণের শুরু থেকেই নানা আলোচনায় মাতিয়ে রেখেছিল ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার সিনেমা ‘শঙ্খচিল’। গৌতম ঘোষের সিনেমাটি মুক্তির আগে শ্রেষ্ট বাংলাভাষী ভারতীয় সিনেমার পুরস্কার পায়। এতো আলোচনার পরও বাংলাদেশে সিনেমাটি মুক্তি পেয়েছে মাত্র ৬ প্রেক্ষাগৃহে। এছাড়া মুক্তি পেয়েছে ভারতে।

‘শঙ্খচিল’ ছবির পরিবেশনার দায়িত্বে রয়েছে আশীর্বাদ চলচ্চিত্র। প্রতিষ্ঠানটি জানায়, পহেলা বৈশাখে ঢাকার বাইরে একটিসহ মোট ছয়টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘শঙ্খচিল’।

‘শঙ্খচিল’ প্রদর্শিত হচ্ছে মধুমতি (ঢাকা), বলাকা (ঢাকা), স্টার সিনেপ্লেক্স (ঢাকা), ব্লকবাস্টার সিনেমাস (ঢাকা), শ্যামলী সিনেমা (ঢাকা) ও মধুমতিতে (ভৈরব)। এছাড়া আগামী সপ্তাহে দেশের আরো ১০-১২টি প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হবে বলে জানা গেছে।

‘শঙ্খচিল’র মূল চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কুসুম শিকদার। তাদের মেয়ের ভূমিকায় আছেন অনুম রহমান খান। আরও অভিনয় করেছেন মামুনুর রশিদ, প্রবীর মিত্র, রোজী সিদ্দিকী, রিয়াজ মাহমুদ জুয়েল, শাকিল আহমেদ, শাহেদ আলী, দীপঙ্কর দে, অরিন্দম শীল, ঊষসী চক্রবর্তী প্রমুখ।


মন্তব্য করুন