Select Page

বছরের শেষ শুক্রবার মুক্তি পাচ্ছে ৩টি ছবি

বছরের শেষ শুক্রবার মুক্তি পাচ্ছে ৩টি ছবি

desha-the-leader-ekattorer-ma-jononi-khoniker-valobasha

আগামীকাল ২৬ ডিসেম্বর, ২০১৪ তারিখে মুক্তি পাচ্ছে “দেশা -দ্যা লিডার“, “একাত্তরের মা জননী” ও “ক্ষনিকের ভালোবাসা“। এরমাঝে “দেশা- দ্যা লিডার” ছবিটি আসছে জাজ মাল্টিমিডিয়া’র ব্যানারে সৈকত নাসিরের পরিচালনায়। এ ছবিতে নায়ক হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে শিপনের। আর আনিসুল হকের উপন্যাস অবলম্বনে শাহ আলম কিরণ পরিচালনা করেছেন “একাত্তরের মা জননী” সিনেমাটি। এবং ক্ষনিকের ভালবাসা’য় নায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে শিলা’র। থ্রিলার ও রোমান্টিক ঘরণার এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আবুল কাশেম মন্ডল।

নতুন দুই নায়ক নায়িকার অভিষেকের পাশাপাশি উল্লেখযোগ্য খবর হলো, একাত্তরের মা জননী সরকারি অনুদান প্রাপ্ত ছবি, যাতে নাম ভুমিকায় থাকছেন নিপুন।

বছরের শেষ শুক্রবার হিসেবে ধরে নেয়া যাচ্ছে এ ৩টি সিনেমা-ই এবছরের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি। ৩টি সিনেমার কাহিনী সংক্ষেপ নিচে দেয়া হলোঃ

দেশা- দ্যা লিডার: চ্যানেল নাইন্টি নাইনেএকটি রিয়েলিটি শো’র আয়োজন করা হয়ছে। দেশের পরবর্তী নেতা খুঁজে বের করা হবে এই শো দিয়ে। এই নেতা নির্বাচিত হবেন দর্শকদের খুদে বার্তার মাধ্যমে। যিনি সর্বোচ্চ খুদে বার্তা পাঠাবেন নির্বাচিত নেতা তার বাড়িতে তিন দিন থাকবেন। এমন কাহিনী নিয়ে নির্মিত দেশা দ্য লিডার।

একাত্তরের মা জননী: মুক্তিযুদ্ধের আগে, মুক্তিযুদ্ধে সময় ও মুক্তিযুদ্ধের পরবর্তী সময় এই তিন প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় জমিলা নামের এক নারী এক আর্মি ক্যাম্পে নির্যাতনের স্বীকার হয়ে অন্তঃস্বত্ত্বা হয়ে পড়েন। আনিসুল হকের “জননী সাহসিনী ১৯৭১” উপন্যাস অবলম্বনে নির্মিত হয় এই ছবিটি।

ক্ষনিকের ভালোবাসা: মধ্যবিত্ত পরিবারের মেয়ে শিলাকে বিয়ের প্রলোভন দেখিয়ে কক্সবাজরে নিয়ে যায় প্রেমিক ইমরান। উদ্দেশ্য শিলাকে পাচারকারিদের কাছে বিক্রি করা। বিষয়টি বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে যায় শিলা। এ সময়  জয়ের সঙ্গে পরিচয় হলে তার কাছে আশ্রয় নেন শিলা। এক পর্যায়ে দু’জনের মধ্যে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। তবে তাও ক্ষণিকের।


২ টি মন্তব্য

  1. Moulovi Nezam

    যে সকল সিনেমা হলে আসছে “দেশা : দ্যা লিডার “।
    ব্লক-বাস্টার, স্টার
    সিনেপ্লেক্স, বলাকা, শ্যামলী,
    এশিয়া, গীত, জোনাকি, অভিসার,
    পুনম, সৈনিক ক্লাব, চিত্রামহল,
    পূর্ণিমা। আলমাস
    (চিটাগাং),আনারকলি(টঙ্গী,
    গাজীপুর), আলতা (সরিষাবাড়ি),
    বনানী(কুষ্টিয়া), বনলতা(ফরিদপুর),
    বর্ণালি(শাহজাদপুর),
    বর্ণালি(নয়াপাড়া), চাঁদ মহল
    (কাঁচপুর),চন্দনা(জয়দেবপুর),
    চন্দ্রিমা(শেরপুর,সাভার),
    ছায়াবানি(নাটোর),ছায়াবানি( ময়মানসিংহ),চিত্রবানি(গোপালগঞ্জ),
    চিত্রালি(খুলনা), ছন্দ (পটিয়া),
    চন্দ্রিমা (শ্রীপুর), ফাল্গুনী(নগর
    পুর), হ্যাপি(লক্ষ্মীপুর), হীরামন
    (নেত্রকোনা), ঝঙ্কার(পাচদনা),
    কাজলি(মতলব, চাঁদপুর),
    কেয়া(টাঙ্গাইল), কল্লোল (মধুপুর),
    কানন
    (সাগরদি),মানসী(কিশোরগঞ্জ),
    মালা(শান্তাহার), মর্ডান
    (দিনাজপুর),মধুমতী(ভৈরব), মমতাজ
    (সিরাজগঞ্জ), মনিহার(যশোর),
    মনোয়ার(জামালপুর), মুন(হোমনা),
    ময়ূরী(বাঘাতছড়া, যশোর),নিউ
    মেট্রো(নারায়ণগঞ্জ), নিউ
    রজনীগন্ধা(চালা), নবীন
    (মানিকগঞ্জ), অভিরুচি(বরিশাল),
    পান্না (মুক্তারপুর), রাজ
    (কুলিয়ারচর),
    রাজলক্ষ্মী(মেহেদিগঞ্জ),
    রানিমহল(ডেমরা),
    রুমা(ঝুমেরবাড়ি), রূপসী(ভোলা),
    সাধনা (রাজবাড়ি),
    সঙ্গীতা(সাতক্ষিরা), সাগর
    (কালিকৈর), শাহিন
    (বাল্লাবাজার), শঙ্খা(খুলনা),
    শাপলা(রংপুর), সাথী(পলাশবাড়ি),
    সোনিয়া(বগুড়া), সত্যবতী(শেরপুর),
    তিতাস(পটুয়াখালী), উপহার
    (রাজশাহী), উর্বাশী(ফুলবাড়ি)।

    সোর্স: ফেসবুক

মন্তব্য করুন