Select Page

সেন্সরে নিপুন ফেরদৌসের স্বর্গ থেকে নরক

সেন্সরে নিপুন ফেরদৌসের স্বর্গ থেকে নরক

Swarga theke Narakআমাদের সমাজে মাদক একটা ব্যাধি। মাদকের ভয়াবহতা নিয়ে সচেতন করতে, মাদককে ‘না’ বলতে অনুপ্রাণিত করার উদ্দেশ্যে জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস এবং নিপুণ একটি ছবিতে অভিনয় করেছেন, ছবির নাম স্বর্গ থেকে নরক। ছবিটি পরিচালনা করেছেন স্বনামধন্য দন্ত চিকিৎসক অরূপ রতন চৌধুরী। সম্প্রতি ছবিটি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে।

অরূপ রতন চৌধুরী ৩০ বছরেরও বেশি সময় ধরে ধূমপান ও মাদক সম্পর্কে মানুষকে সচেতন করে চলেছেন। সেই ধারাবাহিকতায় তিনি ‘স্বর্গ থেকে নরক’ শিরোনামে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন। ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তিনি। মাদকের কুফল, সেই সঙ্গে অভিশপ্ত এ জীবন থেকে ফিরে আসার গল্প নিয়েই ছবিটি নির্মিত হয়েছে।

আগামী ১৩ জুলাই ছবিটির সেন্সর শো অনুষ্ঠিত হবার কথা রয়েছে। নিপুণ-ফেরদৌস ছাড়াও ছবিতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন,  রহমত আলী, ওয়াহিদ মল্লিক জলি, শর্মিলী আহমেদ, আহমেদ শরীফ প্রমুখ।

রোজার ঈদের পরে’ই মাদক বিরোধী ছায়া ছবি ‘স্বর্গ থেকে নরক’ মুক্তি পাবে।


মন্তব্য করুন