কায়েশ

পার্শ্ব অভিনেতা চরিত্রে পরিচিত মুখ কায়েশ ‘ঘূর্ণিঝড়’ চলচ্চিত্র দিয়ে চলচ্চিত্রাঙ্গনে আগমন করেন। পরবর্তী কালে তিনি ঝড়ের পাখি, যুবরাজ, রাজদুলারী, অঙ্গার, নোলক, পাগলা রাজা, মহেশখালীর বাঁকে, বন্দুক, ইশারা, রাজকুমারী চন্দ্রবান, অভিমান, রক্তের শপথ, শুভরাত্রি, সাম্পানওয়ালা, চন্দ্রলেখা, আখেরী নিশান, মৌচোর, বৌরানী, রাজ ভিখারী, জোশ, বিদ্রোহী, গরিব কেন কাঁদে, বাঘের থাবা চলচ্চিত্রে অভিনয় করেন।

কায়েশের জন্ম ১৯৪০ সালের ১৬ জানুয়ারি কুষ্টিয়ার কোর্টপাড়ায়। তার আসল নাম মোহাম্মদ শামসুদ্দিন শেখ।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম মোহাম্মদ শামসুদ্দিন শেখ
ডাকনাম কায়েশ
জন্ম তারিখ জানুয়ারি ১৬, ১৯৪০
জন্মস্থান কোর্টপাড়া, কুষ্টিয়া