লোপা

লোপা বাংলা সিনেমার এক সময়ের আলোচিত সমালোচিত চিত্রনায়িকা। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত “কেন ভালোবাসলাম” ছবি দিয়ে তার অভিষেক হয়।

লোপা মূলত দ্বিতীয় ও তৃতীয় নায়িকা হিসেবে মেহেদী, প্রিন্স, আরবাজ খান, বিপ্লবের বিপরীতে অভিনয় করেছেন। ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত লোপার চাহিদা অন্য নায়িকাদের মতোই ছিল আকাশচুম্বী। ওয়ান এলিভেনের সময় ২০০৭ সালের নভেম্বরের শেষের দিকে তৎকালীন সরকার যখন অশ্লীলতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল,
ঠিক তখনই লোপা কয়েকশো শিল্পীর মতো চলচ্চিত্রে নিষিদ্ধ হয়ে যায়। ২০০৯ সালে তিনি বিদেশ চলে যায়।

তার অভিনীত ছবিগুলো হল ‘দাপট’, ‘ভণ্ড নায়ক, ‘পাকা খেলোয়াড়’, ‘তুফান আমার নাম’, কেন ভালোবাসলাম, স্বৈরাচার, জাদরেল, লালু কসাই, নিষিদ্ধ আখড়া, হিরা কেন ডাকাত, বিয়ের লগন, চুরিওয়ালা।

 

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি