শফি বিক্রমপুরী

শফি বিক্রমপুরী একজন স্বনামধন্য পরিচালক, প্রযোজকক এবং রাজনীতিবিদ। ৭০-৮০ দশকের সময়ে শফি নামে দুইজন পরিচালকের বাংলা সিনেমার জগতে আর্বিরভাব ঘটে। রাজদুলালী এবং দি রেইন এই সিনেমার দুইটি পরিচালক ছিলেন এই শফিদ্বয়। এই ছবি দুইটি সেই সময়ে সিনেমার জগতে খুবই আলোচিত হয়। কিন্তু কোন ছবির পরিচালক কোন শফি তা নিয়ে বিভ্রান্তি তৈরী হয়। দর্শকদের এই বিভ্রান্তি দূর করতে বিক্রমপুরে জন্ম নেওয়া শফি সাহেব নিজেকে শফি বিক্রমপুরী হিসেবে পরিচয় করিয়ে দেন।

শফি বিক্রমপুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি প্রায় ৩০ বছর যাবৎ বিএনপি’র সাথে সম্পৃক্ত। ২০০৭ সালে বিএনপি’র দু:সময়ে দলের অস্খায়ী কার্যালয় করার জন্য তার কাকরাইলের নিজস্ব ভবনে অফিসের ব্যবস্খা করে দেন।

 

ব্যক্তিগত তথ্যাবলি